Apan Desh | আপন দেশ

কালীগঞ্জে মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২১, ২৬ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:২১, ২৬ আগস্ট ২০২৫

কালীগঞ্জে মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

ছবি: আপন দেশ

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা মৎস অফিসের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া নলী ব্রীজ সংলগ্ন বেলাই বিলে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় দেড়শ’ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা জলাশয়ে অবমুক্ত করা হয়। 

অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা অবমুক্ত করেন। পরে উপজেলা পরিষদ পুকুর, দুর্বাটি দারুছুন্নাত এতিমখানা পুকুর, সরকারি শ্রমিক কলেজ পুকুর, চুয়ারিয়াখোলা এতিমখানা পুকুর, পৌর ভুমি অফিস পুকুর ও জাঙ্গালিয়া ভূমি কাচারি পুকুরে আরও দেড়শ’কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

আরওপড়ুন<<>>সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, আহত ৮ সেনাসদস্য

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা মৎস কর্মকর্তা সুলতানা রাজিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ভূইয়া, জেলা মৎস জরিপ কর্মকর্তা মো. বেলাল হেসেন, উপজেলা মৎস ক্ষেত্র সহকারী মাহাবুবুল আলম, মাছ চাষিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রশাসনের কর্মকর্তারা। 

এ সময় প্রধান অতিথি বলেন, বেলাই বিলের অভয়ারণ্য এলাকায় দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। সুফলভোগীরা এ পোনা সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে মাছের প্রাচুর্যতা বৃদ্ধি পাবে।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়