Apan Desh | আপন দেশ

মিথ্যা মামলায় ব্যবসায়ীকে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪২, ১০ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:৫৬, ১০ আগস্ট ২০২৫

মিথ্যা মামলায় ব্যবসায়ীকে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

ছবি: আপন দেশ

নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়ার মাছ ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক মিজান মাঝিকে নিজ বাড়ি থেকে হাত-পা, চোখ বেঁধে তুলে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। পাশাপাশি তার নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

রোববার (১০ আগস্ট) দুপুরে জেলার চেয়ারম্যান ঘাট এলাকার মাছ ঘাটে এ মানববন্ধন করা হয়। এতে স্থানীয় মাছ ব্যবসায়ী ও জেলেরা অংশ নেয়। এর আগে বৃহস্পতিবার (০৭ আগস্ট) গভীর রাতে মিজান মাঝিকে নিজের বাড়ি থেকে কোস্টগার্ডের সদস্যরা তুলে নেয় বলে অভিযোগ ওঠে। মিজান মাঝি সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও একজন মাছ ব্যবসয়ী।

মানববন্ধনে চেয়ারম্যান ঘাটের ব্যবসায়ী মাহবুবুল আলম ইউসুফ, ফখরুল মাঝি, ব্যবসায়ী আকবর হোসেন, আনোয়ার হোসেন, সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন যুবদলের সভাপতি মাঈন উদ্দিন, সৈকত ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সফিকুল ইসলাম পলাশ বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, আবু বক্কর সিদ্দিক মিজান মাঝি বিএনপির রাজনৈতিক নেতার পাশাপাশি সুবর্ণচর-হাতিয়া অঞ্চলের একজন সৎ ও সফল মাছ ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ নেই, থানায় মামলাও নেই।

আরওপড়ুন<<>>বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে জামাই-শ্বশুর নিহত

অথচ বৃহস্পতিবার রাত পৌনে ৩টায় মিজান মাঝি ঘরের দরজা ভেঙে ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে তাকে হাত-পা, চোখ বেঁধে তুলে নিয়ে যায় কোস্টগার্ডের সদস্যরা। পরে শুক্রবার দুপুরে অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে মিজান মাঝিকে হাতিয়ার বিভিন্ন এলাকায় ঘুরে কিছু অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। অবিলম্বে আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

মিজান মাঝির ছেলে শাহাদাত হোসেন রুবেল বলেন, তার বাবা চরবাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আমার বাবার বিরুদ্ধে কোনো থানায় মামলা বা অভিযোগ নেই। অথচ রাজনীতি ও ব্যবসায়িক কারণে তার বাবার বিরুদ্ধে কিছু লোক শত্রুতা করে কোস্টগার্ডকে দিয়ে অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে মিথ্যা মামলায় ফাঁসান।

তিনি আরও বলেন, বাবার মুক্তির দাবিতে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করতে চাইলে কোস্টগার্ডের পক্ষ থেকে চাপ প্রয়োগ করে তা প্রতিহত করার চেষ্টা করা হয়। তারপরও মাছ ব্যবসায়ী ও সাধারণ মানুষ তারর বাবার মুক্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ করে যাচ্ছেন। পরিবারের পক্ষ থেকেও তারা অবিলম্বে মিজান মাঝির নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এদিকে, বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকতা লে. কমান্ডার বিএন মো. সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আবু বক্কর সিদ্দিক ওরপে মিজান ডাকাতকে আটকের পর হাতিযার বাংলা বাজার তার মাছের আড়তে অভিযান চালানো হয়। সেখান থেকে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি দেশীয় অস্ত্র ও ২৯টি হাত বোমা জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় মামলা করা হয়েছে।

আপন দেশ/এমএইচ    
     

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়