
ছবি: আপন দেশ
অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে ফরিদপুরের যৌনপল্লীর শিশুরা। তাদের মধ্যে জন্মসনদ দেয়া শুরু করেছে ফরিদপুর পৌরসভা।
শনিবার (০৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ উপলক্ষে পৌরসভার মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান শাপলা মহিলা সংস্থা এর আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি ফরিদপুর শহরের রথখোলা ও সদরের ডিক্রিরচর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকায় অবস্থিত দুটি যৌনপল্লীর ৩৫ জন শিশুর হাতে জন্মসনদ তুলে দেন।
এতে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন।
আরওপড়ুন<<>>ভারতে পালানোর সময় দীপু মনির ভাগ্নে আটক
শাপলা মহিলা সংস্থা সূত্রে জানা গেছে, ফরিদপুরের এ দুটি যৌনপল্লীতে ৩৮৯ জন যৌনকর্মী রয়েছে। তাদের শিশু সন্তান রয়েছে ২৯৬ জন। এদের মধ্যে অনেকেই জন্ম নিবন্ধন করতে না পারায় স্কুলে ভর্তি জটিলতায় ভুগছিল। এ জন্মসনদ বিতরণের মাধ্যমে এ সংক্রান্ত জটিলতার অবসান হবে।
বাবার নাম-পরিচয় ছাড়াই বিশেষভাবে এ জন্মসনদ তৈরি করেছে স্থানীয় সরকার বিভাগ। যা ফরিদপুর পৌরসভার মাধ্যমে বিতরণ করা হয়।
যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এ জন্মসনদের মাধ্যমে শিশুরা সকল নাগরিক সুবিধা ভোগ করবে। এছাড়া তাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, দ্য ফ্রিডম ফান্ডের বাংলাদেশের প্রতিনিধি খালেদা আক্তার, শাপলা মহিলা সংস্থার উপ-নির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী প্রমুখ।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।