
ছবি : আপন দেশ
টাঙ্গাইল জেলার ধনবাড়ীতে একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (০৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন<<>>সিটি ব্যাংকে মুজিববাদী মাসরুর আরেফিন: আর কতো কাল?
ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী ও একজন পিকআপের চালক। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।