Apan Desh | আপন দেশ

পেঁপে চাষে ঝুঁকছে কালিগঞ্জের কৃষকরা

গাজীপুর (কালিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৭, ২৮ অক্টোবর ২০২৫

পেঁপে চাষে ঝুঁকছে কালিগঞ্জের কৃষকরা

আপন দেশ

গাজীপুরের কালীগঞ্জের এখন বিভিন্ন এলাকায় চোখে পড়ে পেঁপে বাগান। সেখানে দাঁড়িয়ে আছে সুশৃঙ্খলভাবে সারি সারি পেপে গাছ। কম সময়ে ফলন বেশী, মুজুরি খরচ কম লাগায় ও বাজারে ব্যাপক চাহিদা থাকায় পেঁপে চাষে ঝুঁকছে কৃষকরা।

এতে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি। অল্প জমিতে বেশি লাভ হওয়ায় দিনদিন এর জনপ্রিয়তা বাড়ছে। উপজেলার বিভিন্ন এলাকায় এখন বাণিজ্যিকভাবে পেপে চাষ হচ্ছে। 

সরেজমিনে উপজেলার নাগরী ইউনিয়নের বিরতুল গ্রামে দেখা যায়, বিভিন্ন এলাকায় রেডলেডি, টপলেডি ও দেশীয় শাহী পেঁপে জাতের চাষ হচ্ছে।

স্থানীয় কৃষক সম্রাট সরকার জানান, ধান চাষ করে তেমন লাভ হতো না। এখন পেঁপে চাষ করে বছরে ভালো আয় করছি। দুই বিঘা জমিতে পেঁপে গাছ লাগিয়েছি। প্রতি গাছেই প্রচুর ফল এসেছে।

কৃষক মাসুদ সরকার বলেন, আগে ধান করতাম, এখন পেঁপে চাষ করি। সারা বছরই ফলন পাই। গাছে প্রচুর পরিমানে পেঁপে হওয়াতে বছরে দুই থেকে আড়াই লক্ষাধিক টাকা পর্যন্ত লাভ হয়।

আরেক কৃষক রনি সরকার জানান, পেঁপে একবার লাগালে এক বছরের মধ্যেই ফলন শুরু হয়। গাছের যত্ন নিলে দুই বছর পর্যন্ত ভাল ফলন পাওয়া যায়। অধিক বৃষ্টি হলে গাছ নষ্ট হয়ে যায়, আর দাম কমে গেলে লোকসান হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, উপজেলার প্রায় ৫০ হেক্টর জমিতে এবার পেঁপে চাষ করা হয়েছে। প্রতি বিঘায় গড়ে ৩০-৩৫ টন ফলন পাওয়া যাচ্ছে।

স্থানীয় একাধিক কৃষকরা জানায়, বিরতুল গ্রামে গড়ে উঠা ফসলের প্যাকেজিং হাউজের মাধ্যমে দেশের গন্ডি পেরিয়ে এখন বিদেশে সবজি রফতানী করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে। দেশে যদি পেঁপে প্রক্রিয়াজাত শিল্প (জুস, শুকনো পেপে, কসমেটিক্স) গড়ে ওঠে তাহলে কৃষকরা আরও বেশি লাভবান হতো এবং গ্রামীণ অর্থনীতির নতুন সম্ভাবনা উম্মুচিত হতো।

উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনির উদ্দিন মোল্লা বলেন, পেঁপে একটি লাভজনক ফসল। পেপে চাষে সঠিক জাত নির্বাচন, রোগবালাই দমন ও বাজার ব্যবস্থাপনা ঠিক থাকলে কৃষকরা ভালো লাভ পান। পেঁপের জাত নির্বাচন ও রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে কৃষকরা বছরে কয়েক গুণ বেশী লাভ করতে পারেন। 

গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান প্রতিবেদককে বলেন, গাজীপুর জেলার মাটি ও ভূমির ধরন পেঁপে চাষের উপযোগী। পেঁপে কাঁচা এবং পাকা দুইভাবেই খাওয়া যায়। অফ সিজনে এটি সবজির চাহিদা পূরণ করে। পেঁপের পুষ্টিগুণ খুবই বেশি এবং বাজারমূল্য ও ভালো। বাড়ীর আঙ্গিনা, পতিত জমি এবং বানিজ্যিক ভিত্তিতে উন্নত জাতের পেঁপে চাষে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করে যাচ্ছি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়