Apan Desh | আপন দেশ

সীমান্তে মিলল দুই বাংলাদেশির মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৮, ২ আগস্ট ২০২৫

আপডেট: ২১:০৯, ২ আগস্ট ২০২৫

সীমান্তে মিলল দুই বাংলাদেশির মরদেহ

ছবি: আপন দেশ

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০২ আগস্ট) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হচ্ছেন, নিহত ব্যক্তিরা হচ্ছেন মো. সেরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও মর্তুজার ছেলে মো. সেলিম (৩৫)। তাদের উভয়ের বাড়ি শিবগঞ্জ উপজেলার তারাপুর-হঠাৎপাড়া গ্রামে।

শফিকুল ইসলাম ও মো. সেলিম কীভাবে মারা গেছেন তা নিশ্চিত করে বলতে পারেননি বিজিবি ও পুলিশ কর্মকর্তারা। তবে স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নির্যাতনে তারা মারা গেছেন।

আরও পড়ুন>>>কক্সবাজারে ট্রেনের ধাক্কায় নিহত ৪

বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত পিলার ৪/২-এস থেকে আনুমানিক ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে দুটি মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পান বিজিবি সদস্যরা। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে শফিকুল ও সেলিমের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

বিজিবি অধিনায়ক ফাহাদ মাহমুদ রিংকু বলেন, মরদেহ উদ্ধারের ঘটনাটি একেবারেই সীমান্ত এলাকায়। তাই পুলিশকে সহযোগিতা করেছেন বিজিবি সদস্যরা।

অন্যদিকে ওসি গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা দুইজনের মরদেহ উদ্ধার করেন। তবে তিনি কীভাবে মারা গেছেন তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

স্থানীয়রা বলছেন, শফিকুল ইসলাম পদ্মা নদীতে মাছ ধরার পাশাপাশি সীমান্তে চোরাচালানের সঙ্গেও জড়িত ছিলেন। গত বৃহস্পতিবার রাতে শফিকুল ইসলাম ও মো. সেলিম নামে দুই  বাংলাদেশি নদীপথে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা। পরে শনিবার তাদের মরদেহ পাওয়া যায়।

মনাকষা ইউনিয়ন পরিষদের সদস্য মোহা. সমির উদ্দীন বলেন, নির্যাতনেই মৃত্যু হয়েছে শফিকুল ইসলাম ও সেলিমের। শফিকুলের পুরো শরীরে অনেক ফোসকা রয়েছে। এগুলো অ্যাসিডে দগ্ধ হয়ে পড়া ফোসকার মতো। এছাড়াও তার বেশ কয়েকটি দাঁত ভাঙা ছিল।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়