
ছবি : আপন দেশ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিষাক্ত সাপ ধরতে গিয়ে ছোবলে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের কাপালী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাপের কামড়ে মারা যাওয়া সাপুড়ের নাম বয়েজ উদ্দিন।
নিহত বয়েজ উদ্দিন সাপুড়ের বাড়ি একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়া গ্রামে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে কাপালী পাড়া এলাকার ইমরান আলীর বাড়িতে একটি বিষাক্ত সাপ দেখতে পায় পরিবারের লোকজন। পরে সাপটি ধরতে স্থানীয় সাপুড়ে বয়েজ উদ্দিনকে খবর দেয়া হয়। খবর পেয়ে সাপুড়ে ওই বাড়িতে এসে স্থানীয়দের সহায়তায় বিষধর সাপটি ধরে। বেশ কিছুক্ষণ লেজ ধরে সাপটিকে ঝুলিয়ে রাখার পর বস্তায় ভরানোর সময় হাতে কামড় দেয়। এর কিছুক্ষণ পর শরীরে বিষোক্রিয়া শুরু হলে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
কচাকাটা থানার ওসি নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাপ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।