
নাহিদ ইসলাম।
গণ-অভ্যুত্থান না হলে আপনারা আজ নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না। এ মন্তব্য করেছেন জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণ অভ্যুত্থানের দিকে না নিয়ে যেতাম, সরকার পতনের দিকে না নিয়ে যেতাম, সরকার পতনের দিকে না নিয়ে যেতাম তাহলে শেখ হাসিনা সরকারের অধীনে আপনারা নির্বাচনের জন্য চার বছর অপেক্ষা করতেন।
সোমবার (২৮ জুলাই) দুপুরে এনসিপির পদযাত্রা শেষে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এক পথসভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান।
নাহিদ বলেন, আমাদের বিরুদ্ধে অনেকে প্রপাগান্ডা ছড়াচ্ছে। বলা হচ্ছে আমরা নাকি নির্বাচন বানচাল করতে চাই, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দিতে চাই। কিন্তু আমি বলছি—যদি আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থানে না যেতাম, শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে না নামতাম, তাহলে আপনাদের আরও চার বছর অপেক্ষা করতে হতো। তখন এ সরকারের অধীনেই ভোটের জন্য মুখিয়ে থাকতে হতো।
আরও পড়ুন>>>নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য কাজ করবে: প্রেস সচিব
তিনি আরও বলেন, আমরা নির্বাচন চাই। তবে সেটা অর্থবহ ও অংশগ্রহণমূলক হতে হবে। আমরা ভোটাধিকার নিশ্চিত করতে চাই। মতপ্রকাশের স্বাধীনতা চাই। কিন্তু আমরা বলেছি—শুধু একজন সরকারকে সরিয়ে আরেকজনকে আনলে মানুষের জীবনে পরিবর্তন আসবে না। পরিবর্তন আসবে যখন শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থায় বাস্তব সংস্কার হবে।
নাহিদ বলেন, আমরা এমন একটি সংসদ চাই যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে। যেখানে একটি মাত্র ব্যক্তি পুরো রাষ্ট্র চালাবে না। আমরা নতুন রাষ্ট্র কাঠামোর কথা বলছি—যেখানে জনগণের অধিকার এবং মতামত গুরুত্ব পাবে।
তিনি বলেন, আপনারা হয়তো নির্বাচন চান। কিন্তু আমরা তার চেয়েও বেশি নির্বাচন চাই। আমরা চাই বিচার, সংস্কার ও সর্বোপরি জনগণের ভাগ্য পরিবর্তন।
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্য নেতাকর্মীরা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।