Apan Desh | আপন দেশ

কক্সবাজারের ইয়াবা কারবারি নোয়াখালীতে গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১০, ২৬ জুলাই ২০২৫

কক্সবাজারের ইয়াবা কারবারি নোয়াখালীতে গ্রেফতার

ছবি : আপন দেশ

নোয়াখালীর চাটখিলে ৯৫০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাটখিল বাজারের আনিতাশ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার মো.কাজল (৪০) কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়া এলাকার মনছুর আলমের বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজল কক্সবাজার-টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে দীর্ঘদিন যাবৎ নোয়াখালীর বিভিন্ন উপজেলায় সরবরাহ করে আসছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চাটখিল বাজারের আনিতাশ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে ৯৫০ পিস ইয়াবাসহ  গ্রেফতার করে।

চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়