
আওয়ামী লীগ নেত্রী কাকলি।
আওয়ামী লীগ নেত্রী কাকলি কবীরকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
বুধবার (২৩ জুলাই) সকালে শহরের স্টেশন রোডস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে জামালপুর থানা পুলিশ। সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা ফিরোজ গ্রেফতার
কাকলি কবীর জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শফিকুল ইসলাম খোকার মেয়ে।
জামালপুর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, গ্রেফতার কাকলির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর বুধবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।