Apan Desh | আপন দেশ

যশোর রেস্ট হাউজে নারীসহ ওসি, ছাত্রদল নেতার ‘চাঁদা’ দাবি

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৪, ৬ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৪৪, ৬ জুলাই ২০২৫

যশোর রেস্ট হাউজে নারীসহ ওসি, ছাত্রদল নেতার ‘চাঁদা’ দাবি

সংগৃহীত ছবি

যশোরে এক রেস্ট হাউজে পুলিশের ওসি ও এক নারীকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এতে জড়িত রয়েছেন ছাত্রদলের স্থানীয় নেতারা। সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ায় ঘটনা নিয়ে তুমুল আলোচনা চলছে। ৩০ জুন যশোর শহরের কপোতাক্ষ রেস্ট হাউজে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম ওই দিন সন্ধ্যায় এক নারীকে সঙ্গে নিয়ে রেস্ট হাউজে ওঠেন। রেস্ট হাউজ কর্তৃপক্ষ তাকে ‘স্ত্রী’ পরিচয়ে কক্ষ বুঝিয়ে দেয়।প্রায় এক ঘণ্টা পর ছাত্রদল নেতা গোলাম হাসান সনি ও তার কয়েকজন সহযোগী সেখানে যান। তারা দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে দরজা ভেঙে কক্ষে ঢুকে পড়েন। তারা ওসিকে ঘিরে ধরেন। এসময় তারা পাঁচ লাখ টাকা দাবি করেন। পরে দুই লাখ টাকায় ‘আপস’ হয়।

তারা শুধু টাকা চায়নি। তারা ভাঙচুরও করেছে। কেয়ারটেকার ও আনসার সদস্যদের মারধর করারও অভিযোগ রয়েছে। 

রেস্ট হাউজের কেয়ারটেকার ও ইনচার্জ জানান, তারা ওসিকে কক্ষ বুঝিয়ে দেন। কিন্তু কিছুক্ষণ পর ছাত্রদল নেতারা এসে বিশৃঙ্খলা শুরু করেন।

ফুটেজে দেখা গেছে, ছাত্রদল নেতা সনি ওসিকে ঘিরে রেখেছেন। তাকে কক্ষ থেকে বের করে দিচ্ছেন। টাকার লেনদেনের দৃশ্যও ধরা পড়ে। এ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুরু হয়েছে নানা প্রশ্ন ও বিতর্ক।

ওসি সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি বন্ধুর সঙ্গে যশোরে ছিলেন। সেখানে কোনো অনৈতিক কিছু হয়নি। 

ছাত্রদল নেতা সনিও সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তারা নারী কাউকে দেখেননি। কোনো টাকা-পয়সা নেয়ার কথাও সত্য নয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়