Apan Desh | আপন দেশ

মাদক নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৬, ২৪ মে ২০২৫

মাদক নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

ছবি: আপন দেশ

কুমিল্লায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মো. সোহেল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, নিরাময় কেন্দ্রের দায়িত্বরতরা তাকে হত্যা করেছে। তবে প্রতিষ্ঠানের দাবি, সোহেল ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মৃত কাজী সোহেল বরুড়া উপজেলার ১০নং উত্তরশীল মুড়ি ইউনিয়নের লতিফপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরওপড়ুন<<>>বিয়ের প্রলোভনে ধর্ষণ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

স্থানীয়রা জানান, সোহেল বিকেলে মারা গেলেও বিষয়টি জানাজানি হয় সন্ধ্যার পর। রাত সাড়ে ৮টার দিকে নিহতের স্বজন ও স্থানীয়দের সঙ্গে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কর্মীদের হাতাহাতি হয়। এসময় নিরাময় কেন্দ্র ভাঙচুর করা হয়। রাত ৯টার দিকে নিরাময় কেন্দ্রের পরিচালক সাগর আবদুল্লাহসহ কর্মীরা পালিয়ে যান। 

মৃত সোহেলের আত্মীয় হাবিব মিয়া বলেন, সোহেল ফাঁসি দিয়েছে বলে আমাদের খবর দেয়া হয়। কিন্তু নিরাময় কেন্দ্রে আসার পর তারা আমাদের ঢুকতে দিচ্ছিল না। জোর করে ঢোকার চেষ্টা করলে আমাদের লোকজনদের ওপর তারা হামলা করে। নিরাময় কেন্দ্রে চিকিৎসা নেয়া একাধিক ব্যক্তি বলেছে, সোহেলকে নির্যাতন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের এক কর্মচারী বলেন, সোহেল ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ওসি রফিকুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। নিরাময় কেন্দ্রের সবাই পালিয়ে গেছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়