Apan Desh | আপন দেশ

বিয়ের প্রলোভনে ধর্ষণ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৭, ২৪ মে ২০২৫

বিয়ের প্রলোভনে ধর্ষণ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

ছাত্রদল নেতা ও মামলাকারী তরুণী।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ। পরে গোপনে ধারণ করা অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি। এরপর চাঁদাবাজির মতো মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ। এমনই এক ঘটনায় যশোর জেলা ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী।

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ৮ লাখ টাকারও বেশি আত্মসাতের অভিযোগে যশোর জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। 

শুক্রবার (২৩ মে) রাতে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি আবুল হাসনাত।

মামলা করার আগে ভুক্তভোগী তরুণী বিয়ের দাবিতে অভিযুক্ত ছাত্রদল নেতার বাড়িতে অবস্থান নেন। তরুণীর অভিযোগ, ২০২২ সালের ডিসেম্বরে ফেসবুকে রাফার সঙ্গে পরিচয় হয় তার। এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।

আরও পড়ুন>>>মায়ের চোখের সামনে ট্রাক কেড়ে নিল শিশুর প্রাণ

২০২৩ সালের ৫ অক্টোবর প্রেমিকের ডাকে সাড়া দিয়ে তিনি ঢাকায় থেকে যশোরে আসেন। সেদিন বিকেলে মনিহার সিনেমা হলের সামনে থেকে রাফা তাকে যশোর আইটি পার্কে নিয়ে যান। সেখানে ৫ম তলার একটি কক্ষে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন।

তরুণীর দাবি, ধর্ষণের সময় রাফা গোপনে তাদের অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও করে রাখেন। পরে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে ২ লাখ টাকা দাবি করেন। ভিডিও ভাইরালের ভয়ে তরুণী তার দেয়া একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে ওই ব্যাংক ও বিকাশের মাধ্যমে আরও প্রায় ৩ লাখ টাকা দেন তিনি। সব মিলিয়ে ৮ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেন রাফা।

তবে টাকা নেওয়ার পরও বিয়ের প্রস্তাব এড়িয়ে যেতে থাকেন রাফা। শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। শেষ পর্যন্ত তরুণী বিয়ের দাবিতে এক বান্ধবীকে নিয়ে রাফার যশোর শহরের শংকরপুর এলাকার বাড়িতে যান। সেখানে রাফার বাবা-মা সম্পর্ক মেনে নেয়ার কথা বললেও রাফা তাকে বন্ধুদের মাধ্যমে হুমকি দেন। বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করেন।

ভয়ে রাতেই তরুণী আশ্রয় নেন যশোর কোতোয়ালি থানায়। পরে গভীররাতে মামলা দায়ের করেন। এ বিষয়ে সাইফুল ইসলাম রাফার মন্তব্য জানতে তার মোবাইলে ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাছির উদ্দীন বলেন, ঘটনার কথা আপনার কাছে শুনলাম। অভিযোগ সত্য হলে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে। ওসি আবুল হাসনাত বলেন, মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত রাফাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়