Apan Desh | আপন দেশ

ড. ইউনূসকে যারা নামাতে চায় তারা দিল্লির রাজনীতি করে: ফয়জুল করীম

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৬, ২৪ মে ২০২৫

ড. ইউনূসকে যারা নামাতে চায় তারা দিল্লির রাজনীতি করে: ফয়জুল করীম

ফয়জুল করীম।

ইউনূস সরকারকে দিল্লির সরকার সহ্য করতে পারে না। এজন্য ভারত তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ক্ষমতার প্রলোভন দেখিয়ে এ দেশের কিছু মানুষের ওপর ভর করে ইউনূস সরকারকে পদত্যাগ করাতে চায়। যারা ইউনূসকে পদত্যাগ করাতে চায়, তারা দিল্লির রাজনীতি করে। এ মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি আরও বলেন, ড. ইউনূসকে যারা নামাতে চান তারা দেশ, জনগণ ও মানবতার শত্রু। যারা ড. ইউনূসকে নামাতে চান তারা এ দেশের রাজনীতি করেন না, তারা দিল্লি ও ‘র’-এর রাজনীতি করেন।

২৪ মে ( শনিবার) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার দলীয় কার্যালয়ে দায়িত্বশীল প্রশিক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ভারত কোনো অবস্থাতেই চায় না ড. ইউনূস সরকার বাংলাদেশের গদিতে থাকুক। ভারত সরকার কোনোভাবেই তাকে মেনে নিতে পারে না। ইউনূস সরকার ভারতের গোলামি থেকে আমাদের মুক্তি করার চেষ্টা করছেন। ভারতের গোলামি থেকে বের হওয়ার হাজারো চেষ্টা তিনি চালাচ্ছেন।

আরও পড়ুন>>>প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না : পরিকল্পনা উপদেষ্টা

ডিসেম্বরে নির্বাচনে দেয়া উচিত সেনাপ্রধানের এমন বক্তব্য নিয়ে ফয়জুল করিম বলেন, সেনাপ্রধানের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো। সেনাপ্রধানের তার দায়িত্ব পালন করাই উচিত। সেনাপ্রধানের দায়িত্ব হলো দেশকে রক্ষা করা। দেশের রাজনীতি করা তার দায়িত্ব নয়। আমরা অনুরোধ করব, তিনি তার দায়িত্ব পালন করবেন। যা তার দায়িত্ব নয়, অনধিকার চর্চা তিনি করবেন না।

করিডর নিয়ে তিনি বলেন, ভারতের কোনো প্রেসক্রিপসন আমাদের দেশের জনগণ বাস্তবায়ন করবে না। যদি মানবিক করিডর ভারতের পক্ষে হয়, আমরা নাই। যদি দেশের পক্ষে হয়, আমরা আছি। আমরা আমাদের দেশের স্বার্থে কাজ করব, আমরা ভারতের স্বার্থে কাজ করব না। ভারত যতটুকু আমাদেরকে স্বার্থ দেবে, আমরাও ততটুক তাদের স্বার্থ দেব। একতরফা ভারত কোনো স্বার্থ পাবে না, সুবিধাভোগ করতে পারবে না। আমাদেরকে সুবিধা দেবে, আমরাও সুবিধা দেব। আমাদেরকে সুবিধা দেবে না, আমরা তাদেরকে সুবিধা থেকে বঞ্চিত করব।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়