
ছবি : আপন দেশ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকার কাঠ ও বাঁশ দিয়ে তৈরি সেতুটি ভেঙে গেছে। এতে উপজেলা শহর থেকে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে ১১টি গ্রামের ২০ হাজার মানুষ।
শনিবার (১৭ মে) দুপুরে সেতুটি ভেঙে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ২০২৪ সালে জিঞ্জিরাম নদীর ওপরে কাঠ-বাঁশ দিয়ে সেতু তৈরি করা হয়। অল্প কয়েকদিনের মাথায় সেতুটি নড়বড়ে হয়ে পড়ে। তারপরও ওই সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছিল ১১টি গ্রামের বাসিন্দা। বর্তমানে সেতুটি ভেঙে পড়ায় উপজেলা শহরে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
লালকুাড়া এলাকার বাসিন্দা করিম মোল্লা, আব্দুস সালাম, আবু সাঈদ, জহুরুলসহ স্থানীয় বাসিন্দারা বলেন, চলাচলের একমাত্র সেতুটি ভেঙে পড়ায় যাতায়াত করতে সদস্যা হচ্ছে। উপজেলা শহর, হাসপাতাল. বাজারঘাট সবই এই সেতুর উপর দিয়ে যেতে হয়। সেতুটি দ্রুত মেরামত করা প্রয়োজন।
এ ব্যাপারে যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলী বলেন, নদীর পানি বাড়ায় স্রোতের চাপে শনিবার দুপুরে কাঠের সেতুটি ভেঙে পড়েছে। এতে মানুষের যাতায়াত বাধাগ্রস্থ হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, সেতুটি মেরামতের জন্য ওই ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশনা দেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে সেতুটি মেরামত করা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।