Apan Desh | আপন দেশ

মাদারগঞ্জে চাঁদা দাবি-নির্যাতনের প্রতিবাদে তৃতীয় লিঙ্গের মানববন্ধন

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৯, ১৫ মে ২০২৫

মাদারগঞ্জে চাঁদা দাবি-নির্যাতনের প্রতিবাদে তৃতীয় লিঙ্গের মানববন্ধন

ছবি: আপন দেশ

জামালপুরের মাদারগঞ্জে তৃতীয় লিঙ্গের মানুষের উপর চাঁদা দাবি, মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফা ইয়াসমিন ময়ূরী হিজড়ার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিজড়া সম্প্রদায়।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন তৃতীয় লিঙ্গের মানুষ ও ছাত্র সমাজ। মাদারগঞ্জ উপজেলা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ অংশ নেন। তাদের হাতে ছিল নানা প্রতিবাদী প্ল্যাকার্ড।

বক্তব্য রাখেন হিজড়া সম্প্রদায়ের নেত্রী বিন্দি, আয়নাল, শিমুল ও নাতাশা। তারা অভিযোগ করেন, জামালপুর জেলা আওয়ামী লীগের নেত্রী ময়ূরী হিজড়া মাদারগঞ্জে এসে হিজড়াদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করছেন। চাঁদা না দিলে মারধর করছেন। নানা নির্যাতন চালাচ্ছেন। এছাড়া প্রতিবাদ করলে সন্ত্রাসী দিয়ে তুলে নেয়ার হুমকিও দিচ্ছেন।

তারা বলেন, চাঁদাবাজির টাকায় ময়ূরী জামালপুর শহরে বহুতল ভবনসহ অঢেল সম্পদের মালিক হয়েছেন। ঢাকাতেও ফ্ল্যাট কিনেছেন। জামালপুরে কয়েক একর জমি কিনেছেন। সবই অবৈধভাবে গড়া সম্পদ। মহিলা লীগ নেত্রী হিসেবে দলের প্রভাব খাটিয়ে তিনি এসব অবৈধ সম্পদ গড়েছেন। এর সঠিক তদন্ত হওয়া জরুরি।

মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে ময়ূরী হিজড়াকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে স্বাভাবিক জীবনযাপন করতে চাই। প্রশাসনের সহযোগিতা পেলে আমরা সমাজের মূল স্রোতে থেকে কাজ করতে পারবো।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়