
ছবি: আপন দেশ
পাবনা সদর উপজেলায় বাবুল শেখ (৪০) নামে এক চরমপন্থি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১২ মে) রাত ১টার দিকে উপজেলার বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু বিজয় রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিজয়রামপুর গ্রামের বাজার থেকে সোমবার রাতে বাড়ি ফেরার পথে দূর্বৃত্তরা বাবুল শেখের ওপর হামলা করে। এ সময় তাকে চাপাতি দিয়ে মুখে একাধিক কোপ দেয় এবং পিঠে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরওপড়ুন<<>>বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
তবে কে বা কারা, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ ও নিহতের পরিবারের লোকজন।
এ বিষয়ে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, খবর শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু একজন চরমপন্থি নেতা ছিলেন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় দুটি ও আতাইকুলা থানায় একটি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে জানান তিনি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।