
ছবি: আপন দেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪ কোটি ১০ লাখ টাকার ভারতীয় মাদক, পোশাক সামগ্রী ও কসমেটিকস জব্দ করেছে বিজিবি।
এ সময় মো. কবির হোসেন (৪০) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। তার বাড়ি কুমিল্লায়।
রোববার (১১ মে) ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশি্চিত করেছেন।
আরওপড়ুন<<>>আ.লীগ নিষিদ্ধে গরু জবাই করে খাওয়ালেন রফিকুল মাদানী
তিনি জানান, গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার গংগাসাগর, ঘাগুটিয়া, চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা, শংকুচাইল, শশীদল, সালদানদী এবং বড়জ্বালা সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিদেশি মদ, গাঁজা, ফেন্সিডিল, আতশবাজি, মোবাইল ডিসপ্লে এবং বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
বিজিবির এ কর্মকর্তা আরও জানান, এসব মালামালের আনুমানিক মূল্য ৪ কোটি ১০ লাখ ৩৪ হাজার ৫৯০ টাকা। বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় সীমান্ত সুরক্ষায় বিজিবির টহল জোরদার করা হয়েছে ।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।