Apan Desh | আপন দেশ

আ.লীগ নিষিদ্ধে গরু জবাই করে খাওয়ালেন রফিকুল মাদানী

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৬, ১১ মে ২০২৫

আ.লীগ নিষিদ্ধে গরু জবাই করে খাওয়ালেন রফিকুল মাদানী

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার খবরে খুশি হয়ে গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাওয়ালেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

রোববার (১১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা গ্রামে নিজের প্রতিষ্ঠিত মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার সামনে তিনি নিজেই গরুটি জবাই করেন। পরে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের জন্য মাদ্রাসায় এক বিরিয়ানি ভোজের আয়োজন করা হয়।

এর আগে শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে গরু জবাইয়ের ঘোষণা দেন রফিকুল ইসলাম মাদানী।

পোস্টে তিনি লেখেন, ৫ মে নিরীহ হেফাজত কর্মীদের ওপর গুলি চালানোর পর যেভাবে আওয়ামী লীগ আনন্দ করেছে, আজ তাদের নিষিদ্ধ হওয়াটা আমাদের জন্য ঈদের মতো। আমি একটি গরু জবাই দিয়ে এ আনন্দ উদযাপন করবো ইনশাআল্লাহ।

রোববার সে ঘোষণা অনুযায়ী তিনি গরু জবাই করেন। রান্না করা বিরিয়ানি মাদ্রাসার দেড় শতাধিক ছাত্র, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে বিতরণ করেন।

এ সময় বক্তব্যে রফিকুল বলেন, আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া জাতির জন্য মুক্তির সূচনা। এখন তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করে দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু নিষিদ্ধ করলেই চলবে না, এ খুনিচক্রের মূল নেত্রী হাসিনাকেও দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

স্থানীয় বাসিন্দা ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী মাওলানা আলী হোসাইন বলেন, আমি শাপলা চত্বরে চোখের সামনে আলেমদের রক্ত ঝরতে দেখেছি। এ নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে মনে হচ্ছে সে শোকের কিছুটা হলেও প্রলেপ পড়লো।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়