Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে ফাগুনের বৃষ্টিতে কৃষকের স্বস্তি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

কুড়িগ্রামে ফাগুনের বৃষ্টিতে কৃষকের স্বস্তি

কুড়িগ্রামে ফাগুনে ঝরা বৃষ্টিতে স্বস্তি

ফাগুনে ঝরা বৃষ্টি স্বস্তি নিয়ে এসেছে উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রামের কৃষকদের মধ্যে। জেলাজুড়ে বৃষ্টির সঙ্গে বয়ে গেছে বাতাস। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কুড়িগ্রাম সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় প্রথমে গুঁড়ি গুঁড়ি, পরে বাতাসসহ  বৃষ্টি হয়।

এদিন সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ঘন্টাব্যাপী চলা এ বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়ে। বৃষ্টিতে খেটে-খাওয়া ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষ বিপাকে পড়েন। তবে ফাগুনের এ বৃষ্টিতে ধান, গম, ভুট্টা, আলু, আম, শাকসবজিসহ বিভিন্ন ফসলের উপকার হবে। বৃষ্টি কিছুটা আর্শীবাদ হয়ে এসেছে। সেচের জন্য অবিরাম তোলা পানির উপর চাপ কিছুটা হলেও কমবে। তাই ফসলের ভালো ফলনের আশা কৃষকের।

জেলা সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের কৃষক আজগার আলী বলেন, ফাল্গুনে বৃষ্টি হওয়া ফসলের জন্য খুবই উপকারী। এ সময়ের বৃষ্টিতে ধান, গম, ভুট্টাসহ সব ধরণের ফসলের ভালো ফলন আশা করা যায়। বৃষ্টির পানিতে কৃষকের সার ও সেচ খরচ কিছুটা হলেও কমবে।

কুড়িগ্রাম পৌর এলাকার রিকশা চালক আমিনুল ইসলাম বলেন, সকাল থেকেই আবহাওয়া খারাপ। তারমধ্যে বৃষ্টিতে শহরের রাস্তা ফাঁকা, যাত্রী সংখ্যাও অনেক কম। ঠান্ডা বাতাস ও বৃষ্টিতে বিপাকে পড়ে গেলাম।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের  অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মো. আসাদুজ্জামান বলেন, ফাল্গুনের এ বৃষ্টিতে জেলার মাঠে থাকা ধানসহ বিভিন্ন ফসলের উপকার হবে। এ সময় নদী-নালার পানি শুকিয়ে যাওয়ায় পানির সংকট সৃষ্টি হয়। ফলে চরের কৃষকরা চাষাবাদ নিয়ে বিপাকে পড়েন। সে কারণে এ বৃষ্টি কৃষকদের জন্য উপকারী। সেই সঙ্গে ফসলের ফলন বেশি হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।

স্থানীয় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা ফসলের জন্য উপকারী।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা