Apan Desh | আপন দেশ

পাবনায় ডেপুটি পোস্টমাস্টারকে মারপিট, অপহরণের চেষ্টা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৮, ৯ জানুয়ারি ২০২৫

পাবনায় ডেপুটি পোস্টমাস্টারকে মারপিট, অপহরণের চেষ্টা

ফাইল ছবি

পাবনার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রুহুল আমিনকে বাসায় ফেরার পথে মারধর করে অপহরণের চেষ্টার করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মধ্য শহরের স্কয়ার সড়কের চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। 

রুহুল আমিন জানান, দাপ্তরিক কাজ শেষে অফিসের গাড়িটি স্কয়ার সড়কের কিমিয়া মোড়ে নামিয়ে যায়। গাড়ি থেকে নামা মাত্রই ৭ থেকে ৮ জনের সন্ত্রাসী দল তাকে মারপিট শুরু করে।

একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে মারতে মারতে আব্দুল হামিদ সড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে নিয়ে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করে সাহায্য চাইলে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রুহুল আমিন আরো বলেন, আমি পাবনায় নতুন যোগদান করেছি। এখানে আমার কারও সাথে দ্বন্দ্ব নেই, কখনো কথা কাটাকাটিও হয়নি। কেন আমার ওপর হামলা হলো তার কিছুই বুঝতে পারছি না। হামলাকারীরা আমার পরিচিতও নয়। আমি খুবই নিরপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে পাবনা সদর থানায় অভিযোগ করা হয়েছে।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে সিসিটিভি না থাকায় কাউকে শনাক্ত করা যায়নি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়