Apan Desh | আপন দেশ

সোয়েটার কারখানা শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৫, ২৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১১:৫৯, ২৪ নভেম্বর ২০২৪

সোয়েটার কারখানা শ্রমিকদের সড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরীর গাছা থানার ছয় দানা এলাকায় অবস্থিত অমিতি সোয়েটারস লিমিটেডের সোয়েটার কারখানা। শ্রমিকরা শনিবারও এ কারখানায় কাজ করেছেন। রোববার (২৪ নভেম্বর) সকাল ৮টায় শ্রমিকরা কাজে এসে কারখানার গেট বন্ধ দেখতে পান। গেটের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বন্ধের নোটিশ। পরে  কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে ওই সড়কে চলাচলকারীরা। দেড় ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। 

শিল্পপুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুর মহানগর এর গাছা থানার ছয় দানা এলাকায় অমিতি সোয়েটারস লিমিটেড নামের একটি সোয়েটার কারখানা রয়েছে। শ্রমিকরা শনিবারও কাজ করেছে। রোববার সকাল ৮টায় শ্রমিকরা কাজে এসে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখতে পান। 

নোটিশের লেখা রয়েছে, এতদ্বারা অমিতি সুয়েটার্স লিমিটেডে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে কারখানায় কোনো কাজ না থাকায় আগামী ২৪ নভেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্টধারা মোতাবেক লে-অফ থাকবে। লে-অফ চলাকালীন সময়ে শ্রমিকদেরকে আইন অনুযায়ী লে-অফ কালীন ক্ষতিপূরণ প্রদান করা হইবে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, সকালে কারখানা শ্রমিকরা কারখানার প্রধান ফটকের কারখানা লে-অফ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়