Apan Desh | আপন দেশ

’পলিনেট হাউস’ পদ্ধতিতে চারা উৎপাদনে সফল কৃষক

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১১, ১১ সেপ্টেম্বর ২০২৪

’পলিনেট হাউস’ পদ্ধতিতে চারা উৎপাদনে সফল কৃষক

ছবি : আপন দেশ

তীব্র খরা আবার কখনো অতিবৃষ্টিতে বীজতলা নষ্ট হয়ে ব্যাহত হয় চারা উৎপাদন। এতে মৌসুমি সবজি ও ফল আবাদে পিছিয়ে পড়ে চাষিরা। এসব প্রাকৃতিক বিপর্যয় এড়িয়ে পাবনার দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর এলাকায় বিজ্ঞানভিত্তিক 'পলিনেট হাউস' পদ্ধতিতে চারা উৎপাদনে সফলতা পেয়েছেন কৃষক আনিসুর। 

এসব চারাতে ভালো ফলন পাওয়ায় সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন তিনি। নিজ জমিতে চাষের পাশাপাশি চারা বিক্রি করেও বেশ লাভবান হচ্ছেন এ উদ্যোক্তা। 

গ্রিনহাউসের আদলে তৈরি এ দেশীয় কৃষি ব্যবস্থাপনায় আবহাওয়া নিয়ন্ত্রণ, রোগ-বালাই প্রতিরোধ, অমৌসুমে উচ্চমূল্যের ফসল চাষে যুগান্তকারী আবিষ্কার এ পলিনেট হাউজ পদ্ধতি। এর ব্যবহারে ভারী বৃষ্টি, তীব্র দাবদাহ, কীটপতঙ্গ, ভাইরাসজনিত রোগের মতো প্রতিকূল পরিস্থিতিতেও নিরাপদ থাকে চারা উৎপাদন। পলিনেট হাউজে নিয়ন্ত্রিত তাপমাত্রায় মাটি ও নারিকেল খোসায় তৈরি কোকো পিট টবে উৎপাদিত চারার গুণগত মান ভালো হওয়ায় ফলন বৃদ্ধিতে লাভবান হচ্ছে কৃষক। ফলে এসব চারার প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের।

পলিনেট হাউজে চারা উৎপাদনকারী সফল উদ্যোক্তা আনিসুর রহমান জানান, রোগ বালাই মুক্ত এসব চারাতে ভালো ফলন হওয়ায় নিজ জমিতে চাষের পাশাপাশি বিক্রি করেও বেশ লাভবান হচ্ছেন তিনি। 

আনিসুর রহমান আরও জানান, পলিনেট হাউজে উন্নত মানের পলি ওয়ালপেপার ব্যবহার করায় সূর্যের ক্ষতিকর রশ্মি ভেতরে প্রবেশ করতে পারে না। এ কারণে ফসল নষ্টও হয় না। এছাড়াও ক্ষতিকর কোন পোকামাকড় আক্রমণ করতে না পারায় পলিনেট হাউজে কোন কীটনাশক ব্যবহার করতে হয় না তার। যার ফলে বিষমুক্ত সবজি উৎপাদন করা যায় বলে জানান তিনি।  

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. জামাল উদ্দীন বলেন, পলিনেট হাউজে ফসলের উৎপাদন সনাতন পদ্ধতির চেয়ে ২০ শতাংশ বেশি, পোকামাকড়ের আক্রমণ হয় ৭০ শতাংশেরও কম। প্রাথমিক খরচ কিছুটা বেশি হলেও এতে উৎপাদন খরচ খুবই কম হওয়ায় দীর্ঘমেয়াদে লাভবান হন কৃষকেরা। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আছেন মাদুরো, ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে চলছে নানা সমীকরণ বগুড়ায় মনোনয়নপত্র বাতিল হলেও ঢাকায় টিকে গেলেন মান্না যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে: যুক্তরাষ্ট্র খালেদা জিয়ার আদর্শ অনুসরণেই দেশের অগ্রগতি সম্ভব: রিজভী ভেনেজুয়েলায় হামলা, মাদুরোকে সস্ত্রীক আটকের দাবি ট্রাম্পের ঘন কুয়াশায় অন্ধকার রাজধানী, তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে মনোনয়ন বাতিল, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন তাসনিম জারা স্বর্ণ-রুপার আজকের বাজারদর ৩০তম বাণিজ্য মেলার শুভ উদ্বোধন শৈত্যপ্রবাহ নিয়ে ‘দুঃসংবাদ’ তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে যে অভিযোগ জানাল ইরান বেগম খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি : রিজভী