Apan Desh | আপন দেশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নারী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৩, ৮ মার্চ ২০২৪

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নারী গ্রেফতার

প্রতীকী ছবি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আত্মগোপনে থাকা এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ওই নারীর নাম কুলসুম বেগম (৩৮)। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন।

বৃহস্পতিবার ( ৭ মার্চ) রাতে র‌্যাব-৪ এর সহায়তায় র‌্যাব-৫ এর রাজশাহীর সদস্যরা ঢাকার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে র‌্যাব-৫ রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, ২০১৪ সালের মে মাসে রাজশাহীর পবা থানা এলাকায় মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়েছিলেন কুলসুম। এ নিয়ে তার বিরুদ্ধে মামলা হয়। পরে জামিনে কারাগার থেকে বেরিয়ে কুলসুম আত্মগোপনে চলে যান। পরে আসামির অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন।

রায়ে আদালত কুলসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা