ছবি: সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ড ভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কচুয়া এলাকার মহানন্দে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক।
প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
ওসি বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজিটি গৌরিপুরের দিকে যাচ্ছিল। আর কাভার্ড ভ্যানটি কচুয়ার দিকে। এ সময় যানবাহন দুইটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছে পাঁচজন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।