Apan Desh | আপন দেশ

জোটের শুরুতেই ফাটল, জামায়াতের ‘বড় ভাই’ সুলভে ক্ষুব্ধ ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:০৮, ২৯ ডিসেম্বর ২০২৫

জোটের শুরুতেই ফাটল, জামায়াতের ‘বড় ভাই’ সুলভে ক্ষুব্ধ ইসলামী আন্দোলন

সংগৃহীত ছবি

ভোটের মাঠে লড়াই করতে জোট গড়লেও এক দিনেই ফাটল ধরার উপক্রম হয়েছে। আট দলীয় জোটে জামায়াতে ইসলামীর একক আধিপত্য নিয়ে চরম অসন্তুষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াতের ‘বিগ ব্রাদার’ বা বড় ভাই সুলভ আচরণে দলটির ভেতরে অস্বস্তি বাড়ছে।

ইসলামী আন্দোলনের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জোটের চূড়ান্ত মুহূর্তে জামায়াত এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে জোটে নতুন দল যুক্ত করার ক্ষেত্রে জামায়াত অনেকটা একতরফা ভূমিকা পালন করেছে।

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে আসন বণ্টন নিয়ে। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীমের মতো জ্যেষ্ঠ নেতাদের ‘আকাঙ্ক্ষিত’ আসনেও জামায়াত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে দলটির তৃণমূলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

তৃণমূল নেতাকর্মীদের মতে, জুলাই-আগস্ট অভ্যুত্থানে মুফতি ফয়জুল করীমের সক্রিয় ভূমিকা ছিল অনন্য। সে বিবেচনায় তাকে নির্দিষ্ট আসনগুলোতে বিশেষ ছাড় দেয়া উচিত ছিল। কিন্তু জামায়াত সেখানে প্রার্থী রাখায় জোটের সংহতি নিয়ে প্রশ্ন উঠেছে।

নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য

  • ইউনুস আহমাদ (মহাসচিব, ইসলামী আন্দোলন): তিনি সরাসরি অভিযোগ না তুলে জোট রক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, আমাদের আমির এ ‘বহু দলের একক বাক্স’ নীতির প্রবক্তা। আমরা জোটের সফলতা চাই। তবে কোনো মনোমালিন্য থাকলে তা দ্রুত দূর করতে হবে।

  • এহসানুল মাহবুব জুবায়ের (সহকারী সেক্রেটারি জেনারেল, জামায়াত): তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, সকল সিদ্ধান্ত পরামর্শের ভিত্তিতেই নেয়া হয়েছে। জোটের স্বার্থে জামায়াত শেষ পর্যন্ত ছাড় দিতে প্রস্তুত।

  • ড. হামিদুর রহমান আযাদ (জোট সমন্বয়ক): তিনি জানান, মুফতি ফয়জুল করীমকে বরিশালের একটি আসনে ইতিমধ্যে ছাড় দেয়া হয়েছে। অন্য আসনের বিষয়টিও আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে।

অভ্যন্তরীণ এ টানাপোড়েনের মধ্যেই জোটের সদস্য সংখ্যা বাড়তে চলেছে। রোববার এনসিপি ও এলডিপি যুক্ত হওয়ার পর এবার মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন ‘এবি পার্টি’ এ জোটে যোগ দিতে পারে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম রহস্য রেখে বলেন, নতুন একটি দল যুক্ত হচ্ছে। আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় জোট গঠনের শুরুতে আসন নিয়ে বিরোধ হওয়া স্বাভাবিক। তবে জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে এ অস্বস্তি দ্রুত দূর না হলে ভোটের মাঠে নেতিবাচক প্রভাব পড়তে পারে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়