Apan Desh | আপন দেশ

অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যূত, ঢাকা-ময়নসিংহ রেল চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৪, ২৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১০:৪৫, ২৯ ডিসেম্বর ২০২৫

অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যূত, ঢাকা-ময়নসিংহ রেল চলাচল বন্ধ

ছবি : আপন দেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে গফরগাঁও রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, স্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন মূল রেললাইনের একদিকের লোহার দণ্ডের প্রায় ২০ মিটার অংশ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। লাইনের এই কাটা অংশ দিয়ে ট্রেনটি যাওয়ার সময় লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। তবে ভোরে ঘটা এই দুর্ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনার ফলে ঢাকা-জয়দেবপুর-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনটি ভোর ৫টা ২০ মিনিটের দিকে গফরগাঁও স্টেশনের আউটার সিগন্যাল অতিক্রম করার সময় হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয়। একপর্যায়ে ট্রেনের বগিগুলো লাইন থেকে ছিটকে গিয়ে বিকট শব্দ করে থেমে যায়।

যাত্রীদের মতে, ট্রেনটির গতি খুব বেশি না থাকায় বড় ধরনের কোনো প্রাণহানি বা মারাত্মক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। রেলওয়ে সূত্র নিশ্চিত করেছে যে, ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের ওপর আড়াআড়িভাবে আটকে থাকায় এই রুটের সব ধরণের ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা শুরু করেছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন বা উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে, যা সকাল ৯টায় দুর্ঘটনাস্থলে পৌঁছায়।

আরও পড়ুন : নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ঝুমার নতুন ঘোষণা 

বর্তমানে রেলওয়ের প্রকৌশলী ও উদ্ধারকর্মীরা লাইন মেরামত এবং বগিগুলো সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে চলাচলকারী আন্তঃনগর ও মেইল ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। এর ফলে ঢাকা ও ময়মনসিংহের মধ্যে নিয়মিত যাতায়াতকারী হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়