Apan Desh | আপন দেশ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১২, ২৯ ডিসেম্বর ২০২৫

দলীয় সিদ্ধান্ত অমান্য করে টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল

ছবি: আপন দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। 

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে তিনি তার সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।

সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হকের কাছে নিজের মনোনয়ন পত্রটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ফরহাদ ইকবাল। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মনোনয়ন পত্রের প্রস্তাবকারী, সমর্থনকারী ও জেলা বিএনপির একটি অংশের স্থানীয় নেতৃবৃন্দ। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তার এ অবস্থান জেলা রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

আরও পড়ুন>>>টাঙ্গাইল-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন টুকু

মনোনয়ন পত্র জমা দেয়ার পর ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইল সদর উপজেলার মানুষ সদর উপজেলার ছেলেকেই এমপি নির্বাচিত করতে চায়। সদর উপজেলাবাসীর চাওয়াকে শ্রদ্ধা জানিয়ে আমি মনোনয়ন পত্র জমা দিয়েছি। আমি এখনও বিশ্বাস করি দলীয় নেতৃবৃন্দ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে আমাকেই সমর্থন দিবেন। 

নির্বাচনে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী টাঙ্গাইল সদরের জনগন ব্যালট বিপ্লব ঘটিয়ে আমাকে বিজয়ী করবে।

উল্লেখ্য, টাঙ্গাইল সদর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়