Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে টুকুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরলেন জমিয়ত প্রার্থী শরিফুল 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৩, ২৯ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে টুকুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরলেন জমিয়ত প্রার্থী শরিফুল 

ছবি: আপন দেশ

টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এসেছে। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে পূর্ণ সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মুফতি শরিফুল ইসলাম কাসেমী।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল শহরে টুকুর নিজ কার্যালয়ে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

রাতে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সুলতান সালাউদ্দিন টুকুর কার্যালয়ে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। মুফতি শরিফুল ইসলাম কাসেমী সেখানে পৌঁছালে বিএনপি নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এসময় টুকুও সবাইকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজিমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মুফতি শরিফুল ইসলাম কাসেমী বলেন, আমি দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল সদর-৫ আসনে কাজ করে আসছি। এ এলাকার মানুষের সুখে-দুঃখে, আপদে-বিপদে সাধ্যমতো অবদান রাখার চেষ্টা করেছি। তবে দল যেহেতু জোটগতভাবে নির্বাচন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, তাই দলের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা ও সম্মান রেখে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। তবে আমার এ যাত্রা এখানেই শেষ নয়। অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতেও তেমনি আপনাদের পাশেই থাকবো।

কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা দীর্ঘদিন ধরে আমার জন্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ তায়ালা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন।

এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, টাঙ্গাইল-২ আসনের প্রার্থী ও সাংগঠনিক সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা খোরশেদ আলম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশরাফ আলী, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান মারুফ, সহ সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মাওলানা সাদিমুল্লাহ সাদীম, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মিনহাজ খান প্রমুখ। 

পরে নেতৃবৃন্দ টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুকে জয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেন। এসময় সবাইকে মিষ্টিমুখ করানো হয় ও টুকু মুফতি কাসেমীকে বুকে জড়িয়ে ধরেন।

এসময় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী ও যুবদলের সাবেক আহবায়ক কাজী শফিকুর রহমান লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর টাঙ্গাইল-৫ (সদর) আসনে সুলতান সালাউদ্দিন টুকুকে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হকের কাছে মনোনয়নপত্র জমা দেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়