Apan Desh | আপন দেশ

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কয়লা বোঝাই জাহাজ মোংলায়

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪২, ২৯ সেপ্টেম্বর ২০২৩

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কয়লা বোঝাই জাহাজ মোংলায়

ফাইল ছবি

বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার ৭০০ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ম্যাজিষ্ট্রি। শুক্রবার(২৯ সেপ্টেম্বর) সকালে বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙর করে জাহাজটি। এর আগে গত ৯ সেপ্টেম্বর ৫১ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। এরপর চট্টগ্রাম বন্দরে ১৯ হাজার ৩০০ মেট্রিকটন কয়লা খালাস করে লাইটার জাহাজে করে রামপালে আনা হয়।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট সের্সাস টগি শিপিং অ্যান্ড লজিষ্টিক লি. এর ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, হারবাড়িয়া এলাকায় নোঙর করা জাহাজ থেকে কয়লা খালাস করে লাইটার জাহাজে করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানো হবে।

এর আগে  রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা  ৩১ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে গত ২৩ সেপ্টেম্বর মোংলা বন্দরে  এসেছিল এমভি বসুন্ধরা ইমপ্রেস জাহাজ। তার আগে গত ১০ সেপ্টেম্বর ৫৩ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি জুয়েল অব শোয়ার  নামের একটি জাহাজ মোংলা বন্দরে আসে।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়