Apan Desh | আপন দেশ

বাংলাদেশী প্রবাসীদের জন্য সুখবর

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ১৬ জানুয়ারি ২০২৬

বাংলাদেশী প্রবাসীদের জন্য সুখবর

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবায় স্বস্তির খবর জানিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। মার্কিন ডলারের বিপরীতে রিংগিতের বিনিময় হারে পরিবর্তন করা হয়েছে। যার কারণে ই-পাসপোর্টের ফি নতুন করে নির্ধারণ করা হয়েছে। এর ফলে রিংগিতে পরিশোধযোগ্য মোট ফি গড়ে প্রায় ১৫ শতাংশ কমেছে।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ফি কাঠামো ই-পাসপোর্টের সরকারি ফি ও সংশ্লিষ্ট সেবা চার্জের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

দীর্ঘদিন ধরে বিনিময় হার জনিত বাড়তি ব্যয়ের বিষয়টি তুলে ধরছিলেন প্রবাসীরা। বর্তমান বৈদেশিক মুদ্রাবাজার পরিস্থিতি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় কমিশন।

হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, সাধারণ শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য ৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্টে ৫ বছর মেয়াদে ফি ১৪০ রিংগিত। আগে এ ফি ছিল ১৬৪ রিংগিত। ১০ বছর মেয়াদে একই পাসপোর্টের ফি থাকছে ২৩৩ রিংগিত।

একই ক্যাটাগরিতে ৬৪ পৃষ্ঠার ই-পাসপোর্টে ৫ বছর মেয়াদে ফি ৬৯৫ রিংগিত। ১০ বছর মেয়াদে ফি নির্ধারণ করা হয়েছে ৮১০ রিংগিত।

আরও পড়ুন : বৈষম্যবিরোধী আন্দোলনে দণ্ডিত সব বাংলাদেশিকে ক্ষমা করলো আমিরাত

অন্যান্য ক্যাটাগরির আবেদনকারীদের জন্য ৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্টে ৫ বছর মেয়াদে ফি ৪৬৫ রিংগিত। ১০ বছর মেয়াদে ফি ৫৮০ রিংগিত।

৬৪ পৃষ্ঠার ই-পাসপোর্টে ৫ বছর মেয়াদে ফি ৬৯৫ রিংগিত। ১০ বছর মেয়াদে ফি থাকছে ৮১০ রিংগিত।

হাইকমিশন জানিয়েছে, সার্ভিস চার্জ অপরিবর্তিত থাকবে। এ চার্জের পরিমাণ ৩২ রিংগিত।
আবেদন ফরম পূরণ, ডকুমেন্ট যাচাই, বায়োমেট্রিক তথ্য, ইন্টারভিউ, ইন্টারনেট ব্যবহার ও পাসপোর্ট ডেলিভারির জন্য এ ফি দিতে হবে। এটি ইএসকেএলকে পরিশোধ করতে হবে।

পুনঃনির্ধারিত ফি আগামী ১৯ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। এ তারিখের পর সব নতুন আবেদন ও নবায়নে সংশোধিত ফি প্রযোজ্য হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়