Apan Desh | আপন দেশ

রাস্তা বন্ধ করে চলাচল করা জেএমপি কমিশনার প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩৪, ২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৯:০২, ২ সেপ্টেম্বর ২০২৫

রাস্তা বন্ধ করে চলাচল করা জেএমপি কমিশনার প্রত্যাহার

মো. নাজমুল করিম খান। ছবি সংগৃহীত

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে। সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়।

সোমবার (০১ সেপ্টেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে তাকে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার (০২ সেপ্টম্বর) ঢাকায় পুলিশ সদর দফতরে রিপোর্ট করতে বলা হয়েছে।

আদেশে বলা হয়, গাজীপুরের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে মঙ্গলবার আপনাকে পুলিশ সদর দফতর ঢাকায় রিপোর্ট করতে নির্দেশ দেয়া হলো।

প্রতিবেদনে বলা হয়, জিএমপিতে চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়েছে। দিনের বেলায় এসব ঘটনা ঘটলেও থানার ওসিরা নীরব ভূমিকা পালন করছেন। তারা মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের কাছ থেকে মোটা অঙ্কের মাসোহারা আদায় করেন।

আরওপড়ুন<<>>‘নির্বাচনে চার বাহিনী মোতায়েন করা হবে’

এছাড়া জিএমপি কমিশনার নাজমুল করিম খান প্রতিদিন ঢাকার গুলশানের বাসা থেকে গাজীপুরে যাওয়ার সময় টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়ককে একমুখী করে দেয়া হয়। এ সময় গাজীপুর থেকে ঢাকামুখী লেন বন্ধ করা হয়। আবার কমিশনার ঢাকায় ফেরার সময় একইভাবে গাজীপুরের ভোগড়া এলাকার উড়ালসড়ক একমুখী করে দেয়া হয়। তখন গাজীপুরমুখী চলাচল বন্ধ করে দেয়া হয়। এ বিষয়ও পুলিশ সদর দফতরের ওই প্রতিবেদনে উঠে আসে।

ড. নাজমুল করিম খান পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে পদোন্নতি না দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

তবে সরকারের পতনের পর পুনরায় আবেদন করে চাকরিতে ফিরে আসেন এবং ডিআইজি পদে পদোন্নতি পান। পরে তাকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়