Apan Desh | আপন দেশ

সূচকের পতনে লেনদেন কমেছে 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৩, ২০ আগস্ট ২০২৫

সূচকের পতনে লেনদেন কমেছে 

প্রতীকী ছবি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২০ আগস্ট) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে কমেছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩১ দশমিক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৮ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৯৫৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৪০৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৪ টির, কমেছে ২২৩ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫১টি কোম্পানির বাজারদর।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়