Apan Desh | আপন দেশ

স্ত্রীসহ যুবলীগ নেতা বাবরের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৯, ২০ আগস্ট ২০২৫

স্ত্রীসহ যুবলীগ নেতা বাবরের বিরুদ্ধে দুদকের মামলা

যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর

চট্টগ্রামের যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলাটি করে দুদক।

বুধবার (২০ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলাটি করা হয়।

আরওপড়ুন<<>>এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুদক

দুদক সূত্রে জানা যায়, আয়কর তথ্য বিবরণীতে বাবর-জেসমিন দম্পতি অবৈধ সম্পদের তথ্য গোপন করেছেন। কয়েক মাস সরেজমিন তদন্ত করে দুদকের একটি টিম তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তারই প্রেক্ষিতে আজ মামলা করা হয়েছে। দণ্ডবিধির ১০৯ ধারায় আলোচিত যুবলীগ নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়।

গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে সপরিবারে পলাতক আছেন যুবলীগ নেতা বাবর।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়