ছবি : সংগৃহীত
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট টাইটান্স। আগের ম্যাচ থেকে তারা একাদশে ১টি পরিবর্তন এনেছে। সিলেট দলে তাওফিক খান তুষারের জায়গায় খেলছেন জাকির হাসান।
রাজশাহী ওয়ারিয়র্স পরিবর্তন এনেছে ৪টি। বাদ পড়েছে রায়ান বার্ল, রিপন মণ্ডল, আকবর আলী ও হাসান মুরাদ। দলে ফিরেছেন কেইন উইলিয়ামসন, মোহাম্মদ রুবেল, তানজিম হাসান সাকিব ও এস এম মেহেরব হোসেন।
দুই দলই এবারের বিপিএলে দারুণ খেলেছে। রাজশাহী টেবিলের শীর্ষে থেকে প্রথমে কোয়ালিফায়ার নিশ্চিত করে। সিলেট ৩য় হয়ে এলিমিনেটর নিশ্চিত করে।
প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে রাজশাহী দ্বিতীয় কোয়ালিফায়ারে আসে। চট্টগ্রাম ফাইনাল নিশ্চিত করেছে।
এদিকে এলিমিনেটরে সিলেট ও রংপুরের ম্যাচ ছিল লো-স্কোরিং থ্রিলার। শেষ বলের ছক্কায় সিলেটকে জেতান ক্রিস ওকস।
আরও পড়ুন <<>> সাবিনাদের কাছে ধরাশায়ী শ্রীলঙ্কা
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ: সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), কেইন উইলিয়ামসন, মুশফিকুর রহিম, এস এম মেহেরব হোসেন, জিমি নিশাম, আবদুল গাফফার সাকলাইন, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ রুবেল, বিনুরা ফার্নান্দো।
সিলেট টাইটান্স একাদশ: জাকির হাসান, পারভেজ হোসেন ইমন, আরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, স্যাম বিলিংস, মেহেদী হাসান মিরাজ, মঈন আলী (অধিনায়ক), ক্রিস ওকস, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, সালমান ইরশাদ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































