ছবি : সংগৃহীত
ব্যাংককে অনুষ্ঠিত সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে পুরুষ দলের জয়ের পর নারী দলও একই প্রতিপক্ষকে হারিয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে নারী দলকে হারিয়েছে বাংলাদেশের নারীরা।
শুরুতে দুই গোল পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তনে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেন অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।
ম্যাচের শুরুতে আধিপত্য ছিল শ্রীলঙ্কার। প্রথম কয়েক মিনিটের মধ্যেই তারা দুই গোল করে এগিয়ে যায়। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। কৃষ্ণা রাণী সরকারের সহায়তায় সাবিনা খাতুন টানা দুই গোল করে দ্রুত সমতা ফেরান।
বিরতির পর মাঠে স্পষ্টভাবে প্রাধান্য বিস্তার করে বাংলাদেশ। সাবিনা ও কৃষ্ণাদের গতি, নৈপুণ্য ও অভিজ্ঞতার সামনে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা।
কর্নার থেকে সাবিনার বাড়ানো বলে সুমাইয়া জোরালো শটে গোল করলে বাংলাদেশ লিড পায়।
ম্যাচের শেষ পাঁচ মিনিটে আরও তিনটি গোল করে ব্যবধান বাড়ায় লাল-সবুজের দল। কৃষ্ণা রাণী সরকার নিজে একটি দারুণ গোল করেন। সুমাইয়ার শট প্রতিহত হলেও ফিরতি বলে গোল করেন মাসুরা।
আরও পড়ুন <<>> পাকিস্তানের চিঠির পর বৈঠকে আইসিসি
এরপর কৃষ্ণার আরেকটি গোলে জয় নিশ্চিত হয়। শেষ মুহূর্তে শ্রীলঙ্কা একটি গোল শোধ দিলেও ফলাফলে কোনো পরিবর্তন হয়নি।
এবারের সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে সাতটি দেশ অংশ নিয়েছে। প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। চার ম্যাচ শেষে বাংলাদেশের নারী দলের সংগ্রহ ১০ পয়েন্ট। সামনে পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে আরও দুটি ম্যাচ খেলবে তারা।
সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলই চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে চার ম্যাচ শেষে বাংলাদেশের পুরুষ দলের সংগ্রহ সাত পয়েন্ট।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































