Apan Desh | আপন দেশ

জাতীয় টেবিল টেনিস শুরু হচ্ছে শুক্রবার

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০২, ৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:০৩, ৮ জানুয়ারি ২০২৬

জাতীয় টেবিল টেনিস শুরু হচ্ছে শুক্রবার

ছবি : আপন দেশ

৪১টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাসহ মোট ৪৯টি দলের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ৪০তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৫। শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল ৯টায় ৮ দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন ফেডারেশনের সভাপতিও মাইক্রো ফাইবার গ্রুপের প্রধান ইঞ্জিনিয়ার শামসুজ্জামান নাসিম।

এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, আনসার, জেল পুলিশ, বিমান, শেরে বাংলা মেডিকেল কলেজ, রুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বিকেএসপি।  

অংশগ্রহণকারী জেলা ও বিভাগীগুলোর মধ্যে রয়েছে ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজার, গোপালগঞ্জ, নরসিংদী, নড়াইল, নীলফামারী, পটুয়াখালী, বগুড়া, বরিশাল জেলা এবং বিভাগ, ভোলা, মাদারীপুর, মাগুরা, মানিকগঞ্জ, যশোর, রংপুর জেলা এবং বিভাগ, রাজশাহী জেলা এবং বিভাগ, শরিয়তপুর, কুমিল্লা, খুলনা, গাইবান্দা, সাতক্ষীরা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাপাই নবাবগঞ্জ, চাঁদপুর, চুয়াডাঙ্গা, ঝালকাঠি, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ ইত্যাদি। 

এবারই সর্বোচ্চ ১৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে সিনিয়র ক্যাটাগরির পাশাপাশি অনুর্ধ্ব ১৯ বছরের বালক-বালিকারাও অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে পুরুষ একক, পুরুষ দ্বৈত, পুরুষ দলগত, মহিলা একক, মহিলা দ্বৈত, মহিলা দলগত এবং পুরুষ ও মহিলাদের মিশ্র দ্বৈত। জুনিয়রদের জন্য রয়েছে অনূর্ধ্ব ১৯ বালক একক, বালক দ্বৈত, বালক দলগত, বালিকা একক, বালিকা দ্বৈত, বালিকা দলগত, অনূর্ধ্ব ১৯ মিশ্র দ্বৈত। অনূর্ধ্ব ১৯ এর শীর্ষ ১৬ বালকদের সিনিয়রদের সব ক্যাটাগরিতে খেলার সুযোগ দেয়া হয়েছে। আর বালিকাদের ক্ষেত্রে নারীদের সাথে খেলার সুযোগ দেয়া হয়েছে।  

আরও পড়ুন<<>>‘মোস্তাফিজের দোষ কী, বাংলাদেশও তো কোনো ক্ষতি করেনি’

এবারের প্রতিযোগিতায় সর্বমোট ৪৭৬ জন সিঙ্গেল ম্যাচ ৪টি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ানশিপের জন্য লড়ছে যেখানে মূলত রেটিং পয়েন্ট দেয়া হবে। প্রতিযোগিতায় ২৩৭ জন পুরুষ, ৭২ জন মহিলা, ১০৯ জন জন বালক এবং ৫৮ জন বালিকা একক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। দ্বৈত ম্যাচ খেলছে ১৮৫ জন এর মধ্যে পুরুষ ৯০ জুটি, বালক ৪৪ জুটি, মহিলা ২৮ জুটি এবং বালিকা ২৩ জুটি। দলগত ম্যাচ হচ্ছে ৯৭টি। 

এর মধ্যে পুরুষ ৪১টি, বালক ২৬টি, মহিলা ১৮টি এবং বালক ১২টি দলগত খেলা খেলবে। সর্বশেষ ইসলামিক সলেডারেটি গেমসে রৌপ্যজয়ী ইভেন্টে মিশ্র দ্বৈত জুনিয়র ক্যাটাগরিতে খেলছে ২২টি জুটি এবং সিনিয়র ক্যাটাগরিতে হচ্ছে ৫০টি জুটি। কিন্তু জাভেদ আনসার দলে এবং খই খই বিকেএসপিতে খেলার কারণে বাংলাদেশ তার জুটিবদ্ধ নৈপন্য অন্তত এ টুর্নামেন্টে দর্শকরা দেখতে পারছে না।   

বর্তমানে ফেডারেশনে পুরুষ ক্যাটাগরিতে শীর্ষে রয়েছে মুহতাসিন আহমেদ হৃদয়। মহিলা ক্যাটাগরিতে শীর্ষে রয়েছে সাদিয়া রহমান মৌ। বালক ক্যাটাগরিতে শীর্ষে রয়েছে নাফিজ ইকবাল এবং বালিকা ক্যাটাগরিতে শীর্ষে রয়েছে খই খই সাই মারমা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়