ফাইল ছবি
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে। বোর্ডের হস্তক্ষেপে ছাড়লেও আর্থিক কোনো ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা নেই মোস্তাফিজুর রহমানের।
সে কারণেই অনেকের মনে হতে পারে, তাহলে ক্ষতিপূরণ পেতে পারেন মোস্তাফিজ। তবে ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভবনা নেই। এর নেপথ্যে রয়েছে আইপিএলের বিমা পলিসি।
গত মাসের আইপিএল নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কেকেআর। তবে ভারতের হিন্দুত্ববাদী কয়েকটি গোষ্ঠীর আন্দোলনের মুখে বিসিসিআই হস্তক্ষেপ করে, যার ফলে ফিজকে ছাড়তে বাধ্য হয় কলকাতা।
আরও পড়ুন<<>>আইপিএলের খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ
এ ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) পাল্টা পদক্ষেপ নিয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচ ভারতের পরিবর্তে অন্যত্র আয়োজনের দাবি জানিয়েছে।
মোস্তাফিজের চুক্তি বাতিল হওয়াকে ঘিরে খেলোয়াড়দের অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে—বর্তমান আইপিএলের বীমা কাঠামোর আওতায় ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নেই বললেই চলে।
নাম প্রকাশে অনিচ্ছুক আইপিএল-সংশ্লিষ্ট এক সূত্র জানায়, আইপিএলের সব খেলোয়াড়ের বেতন বিমাকৃত। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি তখনই অর্থ পরিশোধ করে যখন ক্যাম্পে যোগদান করে বা টুর্নামেন্ট চলাকালে চোট পায়। সাধারণত বীমা থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত পাওয়া যায়।
এজন্য মোস্তাফিজের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। কারণ তার চুক্তি বাতিল বা চোটজনিত কারণ বা ক্রিকেটীয় পারফরম্যান্স সংক্রান্ত নয়। ফলে কেকেআরের অর্থ পরিশোধের কোনো চাপ থাকছে না।
সূত্র আরও বলে, মোস্তাফিজের ইস্যু বীমার আওতায় পড়ে না। তাই কেকেআরের এক টাকাও পরিশোধ করতে হবে না। বিষয়টি দুর্ভাগ্যজনক হলেও মোস্তাফিজের সামনে একটি পথ আছে, তা হলো আইনি ব্যবস্থা নেয়া। তবে সেটিও আইপিএল বা ভারতীয় আইনের অধীন। কোনো বিদেশি ক্রিকেটার সাধারণত এ পথে যেতে চান না, এমনকি তারা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ যাওয়ার ঝুঁকিও নেন না।
সূত্রের মতে, বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটও আইনি পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক ভারত-পাকিস্তানের মতো নয়। পরিস্থিতি আগামী বছর বদলে যেতে পারে। তাই আইনি লড়াইয়ে নামতেও কেউ আগ্রহী হবেন না।
সব মিলিয়ে, কোনো শৃঙ্খলাভঙ্গ বা পেশাদারী ত্রুটি ছাড়াই মোস্তাফিজকে ক্ষতিপূরণ ব্যতীতই ছাড়তে হচ্ছে আইপিএল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































