নেইমার জুনিয়র
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলিয়ান সমর্থকদের বড় এক প্রতিশ্রুতি দিলেন নেইমার জুনিয়র। এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, যদি ব্রাজিল ফাইনালে ওঠে তবে তিনি গোল করবেনই।
মিনাস গেরাইসে রোববার (২১ ডিসেম্বর) পৌঁছে গেছেন নেইমার। সেখানে নেইমারের অস্ত্রোপচার করা হবে। নেইমারের অস্ত্রোপচার করবেন ব্রাজিল জাতীয় দল ও আতলেতিকো মিনেইরোর চিকিৎসক রদ্রিগো লাসমার।
সান্তোসের হয়ে একটি সফল মৌসুম পার করার পর সাংবাদিকদের মুখোমুখি হন নেইমার। তখন বিশ্বকাপে তার পরিকল্পনার কথা জানান। ব্রাজিলের গণমাধ্যম জানিয়েছে, অস্ত্রোপচার শেষে পুরোপুরি সেরে উঠতে নেইমারের সর্বোচ্চ এক মাস সময় লাগতে পারে।
এদিকে সাক্ষাৎকারে নেইমার বলেন, আগামী জুলাই মাসে আপনারা আমাকে জবাবদিহি করতে পারবেন। হে আনচেলত্তি, আমাদের সাহায্য করুন! যদি আমরা ফাইনালে পৌঁছাতে পারি... আমি কথা দিচ্ছি, আমি গোল করবই।
২০২৩ সালের অক্টোবরে এসিএল ও মেনিসকাস ইনজুরিতে পড়ার পর নেইমারের ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে চলতি বছর ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে ৩০ ম্যাচে ১২টি গোল ও ৬টি অ্যাসিস্ট করে তিনি নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। বিশেষ করে মৌসুমের শেষ চার ম্যাচে পাঁচ গোল করে দলকে রেলিগেশন থেকে বাঁচাতে বড় ভূমিকা রাখেন তিনি।
এদিকে, সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ এই মাসেই শেষ হতে চলেছে। তবে বিশ্বকাপকে সামনে রেখে ক্লাবটির সঙ্গে আরও ৬ মাসের নতুন চুক্তি করতে যাচ্ছেন তিনি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































