Apan Desh | আপন দেশ

বিপিএলে এক টিকিটে দেখা যাবে দুটি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৬, ২০ ডিসেম্বর ২০২৫

বিপিএলে এক টিকিটে দেখা যাবে দুটি ম্যাচ

ফাইল ছবি

মাত্র ২০০ টাকায় বিপিএলের ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের সিলেট পর্বের টিকিটের মূল্যসূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ঘোষণায় জানানো হয়েছে, লিগ পর্বে প্রতিদিন একই মাঠে অনুষ্ঠিত দুটি ম্যাচই দেখা যাবে একটি টিকিটে।

আগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। টিকিট বিক্রি শুরু হবে ২১ ডিসেম্বর থেকে। সিলেট পর্বের খেলা অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। তবে ২৮ ও ৩১ ডিসেম্বর কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচের টিকিট সরাসরি কোনো বুথে বিক্রি করা হবে না। দর্শকদের অনলাইনে www.gobcbticket.com.bd ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হবে।

টিকিটের মূল্য

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিভিন্ন গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ভিন্ন ভিন্নভাবে। গ্র্যান্ড স্ট্যান্ডের (আপার ইস্ট, আপার ওয়েস্ট, লোয়ার ইস্ট ও লোয়ার ওয়েস্ট) প্রতিটি আসনের টিকিটের দাম ২ হাজার টাকা।

ক্লাব হাউস (আপার) টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। ক্লাব হাউসের ‘জিরো ওয়েস্ট জোন’-এর টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

সবচেয়ে কম দামে ম্যাচ দেখার সুযোগ থাকছে শহীদ তুরাব স্ট্যান্ড এবং গ্রিন গ্যালারি/গ্রিন হিল এলাকায়। এসব গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা। এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ২৫০ টাকায়।

উদ্বোধনী ম্যাচ

দ্বাদশ বিপিএলের প্রথম দিনে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিন সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

এবার এক টিকিটে দুটি ম্যাচ দেখার সুযোগ আর আর প্রতিটি টিকিট কেনা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়