ছবি: বাফুফে
পূর্ব তিমুরের বিপক্ষে বড় জয় দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আরও বড় ব্যবধানে জিতেছে লাল সবুজের কিশোররা। সোমবার (২৪ নভেম্বর) চীনে অনুষ্ঠিত ম্যাচে ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।
এদিন উভয় অর্ধে চারটি করে গোল করেছে বাংলাদেশের কিশোররা। লাল সবুজ দলকে গোলের খাতা খুলতে অপেক্ষা করতে হয়েছে ১৩ মিনিট পর্যন্ত। এর পর বাংলাদেশ একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে একের পর এক বল পাঠিয়েছে ব্রুনাইয়ের জালে।
আরও পড়ুন<<>>সুপার ওভারে স্বপ্নভঙ্গ আকবর আলীদের
জোড়া গোল করেছেন অপু ও রিফাত কাজী। অন্য চার গোল করেছেন ফয়সাল, মানিক, আলিফ ও বায়জিত। বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে শ্রীলংকার বিপক্ষে বুধবার। বাছাইয়ের 'এ' গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ বাহরাইন ও স্বাগতিক চীন।
চ্যাম্পিয়ন দল আগামী বছর মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে খেলবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































