Apan Desh | আপন দেশ

সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৫, ২২ নভেম্বর ২০২৫

আপডেট: ১১:৫৩, ২২ নভেম্বর ২০২৫

সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

রাইজিং স্টার্স এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার ম্যাচটি ছিল নাটক আর রোমাঞ্চে এক ভুরপুর প্যাকেজ। বলে-বলে উত্তেজনার পারদ কিংবা রোমাঞ্চের চূড়ান্ত সীমা, ছাড়িয়ে গেল যেন সবকিছুই। দারুণ কিছু শট, দুর্দান্ত বোলিং, একের পর এক ক্যাচ ছেড়ে দেয়া, ফিল্ডিংয়ে অভাবনীয় ব্যর্থতা, হাতের মুঠো থেকে ম্যাচ ফসকে দেয়া, সবকিছুর পর ম্যাচ গড়াল সুপার ওভারে। 

সেখানেও আরেক দফা নাটকীয়তার পর ম্যাচের ফয়সালা হলো ওয়াইড বলে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ ‘এ।’ শুক্রবার (২১ নভেম্বর) দোহায় আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ৬ উইকেটে ১৯৪ রান। ভারতের ইনিংসও থামে ৬ উইকেটে ১৯৪ রানে। সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

আরও পড়ুন<<>>ভূমিকম্পের পর তাসকিন বললেন ‘দুনিয়া ক্ষণস্থায়ী’

শেষ ওভারে ভারতের দরকার ছিল ১৬ রান। যা শেষ ৩ বলে নেমে আসে ৮ রানে। তবে জিমান আলম ক্যাচ মিস করেন। চার হয়। শেষ ২ বলে দরকার ছিল ৪ রানের। রকিবুলের করা ওভারের পঞ্চম বলে আশুতোষ বোল্ড হলে ফের ম্যাচ জমে। খেলা গড়ায় শেষ বলে। রকিবুলের করা শেষ বলে ২ রান নিতে গেলে বাংলাদেশের ফিল্ডার থ্রো করেন। তবে রান আউট তো হয়নি, উল্টো এক রান বাই নিয়ে ম্যাচ সুপার ওভারে নেয় ভারত 'এ' দল।

সুপার ওভারে আগে ব্যাট করে ভারত। বাংলাদেশের হয়ে বল করেন রিপন মন্ডল। প্রথম বলেই তিনি জিতেশ শর্মাকে বোল্ড করনে। দ্বিতীয় বলেও উইকেট পান তিনি।

সুয়াশ শর্মার করা প্রথম বলে ইয়াসির আলী উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন। অধিনায়ক আকবর আলী নামেন। বাংলাদেশ ম্যাচটা জেতে ওয়াইড বল থেকে পাওয়া এক রানে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়