Apan Desh | আপন দেশ

মুশফিককে বিশেষ ক্যাপ উপহার

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৫, ১৯ নভেম্বর ২০২৫

মুশফিককে বিশেষ ক্যাপ উপহার

হাবিবুল বাসারের সঙ্গে মুশফিকুর রহিম

অভিষেকের দুই যুগ পরও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেনি বাংলাদেশের টেস্ট ক্রিকেট। তবে কয়েকজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার পেয়েছে টাইগাররা। তাদের মধ্যে অন্যতম মুশফিকুর রহিম। একাগ্রতা, পেশাদারিত্ব দিয়ে নিজেকে আলাদা করে চিনিয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটার। রঙিন পোশাকের ক্রিকেট ছাড়লেও সাদা পোশাকে খেলে যাচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নেমেছেন তিনি। 

মুশফিকের শততম টেস্ট উপলক্ষ্যে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিশেষ আয়োজন করা হয়েছে। অভিজ্ঞ এ ব্যাটারকে     ১০০ লেখা বিশেষ ক্যাপ উপহার দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। অভিষেক টেস্টেও তাকে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন তখনকার এ অধিনায়ক।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানও দিয়েছেন বিশেষ উপহার। মুশফিকের হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও নাজমূল আবেদীন। মুশফিকের প্রথম ও শততম টেস্টের সতীর্থদের সিগনেচার করা জার্সি উপহার দিয়েছেন নাজমুল ও হাবিবুল।

এদিকে মুশফিকের শততম টেস্ট উপলক্ষ্যে গ্যালারিতেও হাজির হয়েছেন বেশ কিছু দর্শক। একই রকমের জার্সি গায়ে দিয়ে তারা এসেছেন মুশফিকের শততম টেস্ট উদ্‌যাপন করতে। সতীর্থদের নিয়ে মাঠে ঢুকছেন মুশফিক।

মাঠে সতীর্থদের নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেনন মুশফিক। পাশে ছিলেন ম্যাচ অফিশিয়াল ও সাপোর্ট স্টাফের সদস্যরা। মুশফিকের সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। এ অনুষ্ঠান উপস্থাপনা করেন আতাহার আলী খান।

মুশফিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব আল হাসান লিখেছেন, আমার মনে আছে যখন আপনি লর্ডসে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন, আমি বিকেএসপির বিনোদন কক্ষ থেকে প্রতিটি বল দেখেছিলাম। সে দিন থেকে আপনি আমাকে এবং বাংলাদেশসহ বিশ্বের অগণিত ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন। আপনি অনেক দিন ধরে খেলছেন এবং দলকে আপনার সেরাটা দিয়েছেন। যখন আপনি বয়সভিত্তিক দলকে নেতৃত্ব দিয়েছেন, তখন থেকেই আমি আপনাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি। আর এখনো এবং যত দিন আমি ক্রিকেট খেলব আপনিই থাকবেন আমার অধিনায়ক। মুশফিক ভাই, এ শুভক্ষণে আমি আপনাকে আপনার ১০০তম টেস্ট ম্যাচের জন্য শুভকামনা জানাই। এটি যেকোনো ক্রিকেটারের জন্য একটি ঐতিহাসিক অর্জন। আমি যেমন আপনার প্রথম ম্যাচে প্রতিটি বল দেখেছিলাম, তেমনি আমি আপনার ১০০তম টেস্ট ম্যাচেও আপনার খেলা প্রতিটি বল দেখব। আশা করি আপনি এ ম্যাচ উপভোগ করবেন। যদি এমন হতো, আপনার সঙ্গে এ ম্যাচটা খেলতে পারতাম এবং মাঠে আপনার গৌরবের দিনটাকে উদ্‌যাপন করতে পারতাম!

বর্তমান অধিনায়ক নাজমুল হাসান শান্ত লিখেছেন, অভিনন্দন মুশফিক ভাই। এটা আপনার ও পরিবারের জন্য গর্বের মুহূর্ত। আমরা আপনাকে ছোটবেলা থেকে অনুসরণ করেছি, আপনার দ্বারা অনুপ্রাণিত হয়েছে। আমি আশা করি মাঠে ও বাইরে আপনি যে কঠোর পরিশ্রম করেন সেটা চালিয়ে যাবেন। আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি সব সময় দলের জন্য খেলেন। আপনি নিজের নয়, দলের কথা চিন্তা করেন।

নিজেন শততম টেস্টের আগে মুশফিক বলেছেন, আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য। যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবা-মাকে কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষত আমার স্ত্রীকে, যে অনেক নির্ঘুম রাত কাটিয়েছে। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য এক শ ভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাতে চাই এখানে থাকার জন্য।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: