Apan Desh | আপন দেশ

‘বিশ্ব সুন্দরী’ হতে ভোট চাইলেন জেসিয়া 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৩, ১৮ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:২২, ১৮ নভেম্বর ২০২৫

‘বিশ্ব সুন্দরী’ হতে ভোট চাইলেন জেসিয়া 

মডেল ও অভিনেত্রী জেসিয়া ইসলাম

বিশ্বের মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল’। এবারের আসরে বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী জেসিয়া ইসলাম। যিনি ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মুকুট জিতে আলোচনায় এসেছিলেন। 

দেশসেরা হওয়ার পরও বিনোদন জগতে নিজের অবস্থান তৈরি করতে পারেননি জেসিয়া। নাটক, সিনেমা কিংবা মডেলিং কোনো জগতেই তার উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়েনি। বরং ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনা তাকে আরও বেশি বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। 

তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এ মডেল ও অভিনেত্রী। সেরার দৌড়ে টিকে থাকতে প্রাথমিক ধাপেই সেরা ২০ সুন্দরীর একজন হয়ে উঠতে চান তিনি। এ লক্ষ্য পূরণে তিনি ভোট চেয়েছেন।

সে লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন জেসিয়া। সেখানে তিনি বলেন, হ্যালো, আমি জেসিয়া ইসলাম, 'মিস ইন্টারন্যাশনাল ২০২৫' আমি আপনাদের সাপোর্টেই আরও একটু এগিয়ে যেতে পারি, টপ টুয়েন্টিতে জায়গা করে নিতে পারি।

আরও পড়ুন<<>>‘রেড জুলাই’ তরুণদের ‘রাজাকার’ বললেন শাওন

তিনি বলেন, আমাকে সাপোর্ট করার জন্য 'মিস ইন্টারন্যাশনাল' অ্যাপ ডাউনলোড করুন। ক্রেডিট কার্ডের মাধ্যমে ভোটিং কাউন্ট হবে, আর প্রথম ভোট সবার জন্য ফ্রি। তাই আপনার পরিবার ও বন্ধুমহলকেও উৎসাহিত করুন ভোট প্রদানের জন্য।

নিজের এ লড়াইকে তিনি কেবল ব্যক্তিগত জয় হিসেবে দেখছেন না। জেসিয়ার কথায়, কারণ জিতলে শুধু আমি জিতব না, জিতবে পুরো বাংলাদেশ। আমি আশা করব, সবাই আমাকে সাপোর্ট করবেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে আরেকটু এগিয়ে নিতে। সবাইকে ধন্যবাদ।

মডেলিং ও নাটকে অভিনয়ের পাশাপাশি দুটি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে জেসিয়া ইসলামকে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র ‘দরদ’ এ জেসিয়া ইসলাম অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও সোনাল চৌহান। ‘মাসুদ রানা-৯’ ছবিতে এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন। 

প্রসঙ্গত, বিশ্বে নারীদের বড় চার আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা (দ্য বিগ ফোর) মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস ইন্টারন্যাশনাল এবং মিস আর্থ। তাই ‘মিস ইন্টারন্যাশনাল’ মঞ্চে নিজেকে ও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান জেসিয়া। আগামী ২৭ নভেম্বর টোকিওতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়