Apan Desh | আপন দেশ

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেয়া হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৮, ১৮ নভেম্বর ২০২৫

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেয়া হবে

ছবি : আপন দেশ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ বিদেশে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন তিনি। 

গাজী এম এইচ তামীম বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রনালয়ে পাঠানোর কার্যক্রম শুরু করেছে প্রসিকিউশন।

আরও পড়ুন<<>>শেখ হাসিনা-কামালের রায়ের কপি মন্ত্রণালয়ে যাচ্ছে না আজ

তিনি বলেন, মানবতার বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড সাজার বিষয়ে পরষ্ট্রমন্ত্রনালয়ের মাধ্যমে ইন্টারপোলকে জানাবে প্রসিকিউশন।

গাজী এম এইচ তামিম বলেন, ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করতে চাইলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের উচিত হবে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করে আপিল বিভাগে আপিল করা। তা না হলে পররাষ্ট্রমন্ত্রনালয়ের মাধ্যমে ইন্টারপোলকে তাদের মৃত্যুদণ্ড সাজার বিষয়টি জানানো হবে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়