ছবি: সংগৃহীত
রুশ বাহিনীর আগ্রাসনে বিপর্যস্ত ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াতে আগামী ১০ বছরে ১০০টিরও বেশি রাফায়েল যুদ্ধবিমান সরবরাহ করবে ফ্রান্স। শুধু যুদ্ধবিমানই নয় এর সঙ্গে এয়ার ডিফেন্স সিস্টেম, ড্রোন এবং প্রয়োজনীয় গোলাবারুদও দেয়া হবে কিয়েভকে।
স্থানীয় সময় সোমবার (১৭ নভেম্বর) ফ্রান্সের ভিল্লাকুব্লে সামরিক বিমানবন্দরে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপস্থিতিতে এ চুক্তি সম্পন্ন হয়।
চুক্তির পর জেলেনস্কি বলেন, ইউক্রেন এখন বিশ্বের অন্যতম শক্তিশালী ও বিস্তৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী হতে যাচ্ছে। এমন এক সময়ে এ সহযোগিতা পাচ্ছে ইউক্রেন, যখন ঝাপোরিজ্জিয়ায় রুশ ও ইউক্রেনীয় বাহিনীর লড়াই তীব্রতর। ইউক্রেনীয় সামরিক বিশ্লেষকরা জানান, সাম্প্রতিক সময়ে রাশিয়া প্রতি মাসে প্রায় ৬০০ বা তার বেশি গ্লাইড বোমা নিক্ষেপ করছে।
ইউক্রেনের নিরাপত্তা ঘাটতি পূরণে দীর্ঘদিন ধরেই যুদ্ধবিমান ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জরুরি হয়ে উঠেছিল। বিবিসিকে দেয়া মন্তব্যে বিশ্লেষক সেরহি কুজহান জানান, ফ্রান্সের এয়ার ডিফেন্স সিস্টেমের কার্যক্ষমতা ২০০ কিলোমিটার, যা রকেট, ক্ষেপণাস্ত্র বা বোমা বাধা দেয়ার জন্য যথেষ্ট দূরত্ব কভার করতে পারবে। তুলনামূলকভাবে রাশিয়ার বিদ্যমান সিস্টেমের রেঞ্জ ২৩০ কিলোমিটার।
আরও পড়ুন<<>>শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘কার্যকর হবে না’, দাবি শুভেন্দুর
এলিসি প্রাসাদের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, এ চুক্তি কেবল সামরিক সরঞ্জাম সরবরাহের চুক্তি নয়—এটি ফ্রান্সের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ। সে প্রতিশ্রুতির অন্যতম দিক হলো, রাশিয়ার স্থগিত রাখা অর্থ ইইউর বিভিন্ন কর্মসূচিতে ব্যবহারের পরিকল্পনা।
চুক্তি স্বাক্ষরের পর ম্যাক্রোঁ জানান, ইউক্রেনকে ১০০ রাফায়েল প্রদানের পরিকল্পনা “বিরাট অগ্রগতি”, যা ইউক্রেনীয় বাহিনীকে আরও সুসমন্বিত ও শক্তিশালী করবে। ড্রোন, গোলাবারুদ ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা মিলিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষমতা নতুন মাত্রা পাবে বলে মন্তব্য করেন তিনি।
ফ্রান্স নির্মিত রাফায়েল বর্তমানে বিশ্বের অন্যতম উন্নত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। ঘণ্টায় ৩ হাজার ৭০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এ জেট ৫০ হাজার ফুট উচ্চতায় অভিযান চালাতে পারে। একই সঙ্গে বিভিন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা ও ব্যাপক ফায়ারপাওয়ার রাফায়েলকে আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































