ছবি : আপন দেশ
গত বছরের জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। নিয়ম অনুযায়ী মঙ্গলবার (১৮ নভেম্বর) রায়ের কপি সংশ্লিষ্ট দফতরে পাঠানোর কথা ছিল। কিন্তু ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানের অসুস্থতাকে এর কারণে সেটি সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, আদালতের এ রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, কেন্দ্রীয় কারাগার এবং মামলার রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছে পাঠানোর কথা ছিল। তবে চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের অসুস্থতার কারণে তা করা যাচ্ছে না।
আরও পড়ুন<<>>মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ড
সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় সংঘটিত মামলায় শেখ হাসিনাকে দুটি অভিযোগে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-১। রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়।
রায়ের কপি হাতে পাওয়া মাত্রই ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি এবং ভারতের কাছে আসামিদের হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে চেয়ারম্যানের অসুস্থতার কারণে সে প্রক্রিয়া এখনই শুরু হচ্ছে না।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































