Apan Desh | আপন দেশ

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাব অনুমোদন জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪০, ১৮ নভেম্বর ২০২৫

আপডেট: ০৮:৪৭, ১৮ নভেম্বর ২০২৫

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাব অনুমোদন জাতিসংঘের

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের ১৩টি সদস্য দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে গাজার শাসকদল হামাস এ প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদসংস্থা আলজাজিরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা সামনে রেখে সোমবার (১৭ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। মোট ১৫ সদস্যের মধ্যে ১৩ দেশ প্রস্তাবের পক্ষে অবস্থান নেয়, আর চীন ও রাশিয়া ভোটদানে বিরত থাকে। 

মার্কিন খসড়া প্রস্তাবের মূল অংশে উল্লেখ করা হয়েছে—গাজা পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও শান্তির পরিবেশ পুনর্বহালের লক্ষ্যে সদস্য রাষ্ট্রগুলো অংশ নিতে পারবে। পাশাপাশি গাজা নিরস্ত্রীকরণ এবং সশস্ত্র অবকাঠামো অপসারণে সহায়তার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর অনুমোদনও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন<<>>হাসিনার মৃত্যুদণ্ড রায়ে ভারতের প্রতিক্রিয়া

প্রস্তাবটি অনুমোদনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে বলেন, শান্তি বাস্তবায়নের জন্য যে বোর্ড গঠন করা হয়েছে, তার নেতৃত্ব দেবেন তিনি। এটিকে তিনি মধ্যপ্রাচ্যে স্থায়ী স্থিতির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

জাতিসংঘের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইন অথরিটি। তাদের মতে, এটি গাজার পুনর্গঠনে সহায়ক হতে পারে। তবে হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করে জানিয়েছে, এ পরিকল্পনার ফলে গাজায় আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দেয়া হবে, যা তাদের গ্রহণযোগ্য নয়।

এদিকে ইসরায়েলে এ সিদ্ধান্তকে ঘিরে সৃষ্টি হয়েছে নতুন আলোচনা। বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা জোরালো হতে পারে—যা দেশটিতে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভোটের শেষভাগে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উদ্বেগ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করা হবে:তারেক রহমান নির্বাচন-গণভোট: তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিয়ানমারের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ সুপ্রিম কোর্টে ২ দিনের সাধারণ ছুটি ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ যে আসনের ভোটার হওয়ায় আক্ষেপ শবনম ফারিয়ার হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ১ প্রার্থী আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেফতার ‘চাঁদাবাজদের আমরা সম্মানজনক অবস্থানে নিয়ে আসব’ ইরানের নতুন হুঁশিয়ারি স্বর্ণের দামে ফের ইতিহাস, আজকের বাজারদর জেনে নিন