ফাইল ছবি
জাতীয় প্রেস ক্লাবের আগামী ২০২৬-২০২৭ সালের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এবারও ইলেক্ট্রনিক পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে জাতীয় সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১১ নভেম্বর ব্যবস্থাপনা কমিটির সভায় নির্বাচনের সিদ্ধান্ত গ্রহীত হয়েছে। ভোট গ্রহণের আগের দিন আগামী ৩০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা সকাল ১০টায় ক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।
আসন্ন নির্বাচন পরিচালনার জন্য সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে- এম এ এম শওকত হোসেনকে। অন্য ৬ সদস্য হলেন-মনিরুজ্জামান, শামীমা চৌধুরী, নজরুল ইসলাম, উদয় হাকিম, সায়ন্থ সাখাওয়াৎ ও আ বা ম সালাউদ্দিন।
নির্বাচনী তফসিল-
মনোনয়নপত্র সংগ্রহণের সময়: ১০ ডিসেম্বর বুধবার থেকে ১২ ডিসেম্বর শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত।
মনোনয়নপত্র সংগ্রহণের শেষ সময়: ১২ ডিসেম্বর শুক্রবার রাত ১০টা পর্যন্ত।
মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের তালিকা প্রকাশ: ১৪ ডিসেম্বর রোববার।
মনোনয়নপত্র প্রত্যাহারের সময়: ১৭ ডিসেম্বর বুধবার রাত ১০টা।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার।
ভোটগ্রহণ: ৩১ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থায়ী সদস্যদের মধ্যে যারা চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধ করবেন কেবল তারাই ভোটার হবেন। আগামী ২৫ নভেম্বর মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধের সময় নির্ধারণ করেছে। বকেয়া পরিশোধ না থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অযোগ্য হবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































