
ছবি সংগৃহীত
আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। বাংলাদেশের বিপক্ষে বলে হাতে আলো ছড়িয়ে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন। সিরিজে ২.৭৩ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন রশিদ। অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন আরেক আফগান আজমতউল্লাহ ওমরজাই। ব্যাটারদের তালিকায় দুইয়ে উঠেছেন ইব্রাহিম জাদরান।
রশিদ সর্বশেষ বোলারদের র্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন ২০২৪ সালের নভেম্বরে। প্রায় এক বছর পর ছয় ধাপ পেরিয়ে আবারও ফিরলেন। তার বর্তমান রেটিং পয়েন্ট ৭১০। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের পয়েন্ট ৬৮০।
ইব্রাহিম এগিয়েছেন ৮ ধাপ। আফগানিস্তানের কোনো ব্যাটারের জন্য এটিই সর্বোচ্চ অবস্থান। সিরিজে তার ইনিংস তিনটি ছিল ২৩, ৯৫ ও ৯৫ রান। শীর্ষে থাকা ভারতের শুভমান গিলের চেয়ে মাত্র ২০ রেটিং পয়েন্ট পেছনে। গিলের ৭৮৪, জাদরানের ৭৬৪।
বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে র্যাংকিংয়ে সেরা অবস্থানে আছেন তাওহিদ হৃদয়, ব্যাটিংয়ে ৭ ধাপ এগিয়ে এখন ৪২তম। বোলিংয়ে মেহেদী হাসান মিরাজ ৪ ধাপ এগিয়ে ২৪তম। অলরাউন্ডার তালিকায় মিরাজ এক ধাপ পিছিয়ে এখন পঞ্চম।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।